IPL Retention: সব জল্পনার অবসান কাল, আইপিএলে রিটেনশন-থ্রিলারের আগে এই তথ্যগুলো জেনে রাখা জরুরি
IPL 2025: সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার পাঁচটার পরই। তার আগে জেনে নেওয়া যাক আইপিএলের রিটেনশনের খুঁটিনাটি।
কলকাতা: বৃহস্পতিবার মাহেন্দ্রক্ষণ। বিকেল পাঁচটার মধ্যে আইপিএলের দশ দলকে জানিয়ে দিতে হবে, কোন কোন ক্রিকেটারকে রিটেন (IPL Retention) করছে তারা। জোর জল্পনা চলছে সব দলের রিটেনশনের নকশা নিয়ে। গতবার আইপিএল চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স কি অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) রিটেন করবে? রোহিত শর্মাকে রাখবে মুম্বই ইন্ডিয়ান্স, নাকি নিলামে তোলা হবে পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে? রয়্যাল চ্যালেঞ্জার্স বিরাট কোহলিকে রিটেন করবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু ফাফ ডুপ্লেসিকে কি রাখবে? নাকি ফের কোহলিকেই (Virat Kohli) অধিনায়ক করবে? ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ছাড়া নিয়ে জোর জল্পনা, শেষ পর্যন্ত কি দিল্লির রিটেনশন তালিকায় থাকবে পন্থের নাম? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার পাঁচটার পরই। তার আগে জেনে নেওয়া যাক আইপিএলের রিটেনশনের খুঁটিনাটি।
কী এই রিটেনশন?
এটি এমন একটি সুবিধা, যাতে প্রত্যেক দল আগের বছরের দলের নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে পূর্বনির্ধারিত দামে ধরে রাখতে পারবে। অর্থাৎ, ২০২৫ সালের আইপিএলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের সেই দলেই খেলতে দেখা যাবে। পরের বছরের মেগা নিলামে তাঁদের তোলা হবে না।
কতজনকে করা যাবে রিটেন?
দশ ফ্র্যাঞ্চাইজিই ২০২৪ সালের দল থেকে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। সর্বোচ্চ পাঁচজন ক্যাপড প্লেয়ার ও সর্বোচ্চ দুজন ভারতীয় আনক্যাপড প্লেয়ার রাখা যাবে। রিটেনশন ও রাইট টু ম্যাচ কার্ড মিলিয়ে ধরে রাখা যাবে ৬ জনকে। আইপিএলের ইতিহাসে কোনওদিন এত প্লেয়ারকে রিটেন করার নিয়ম ছিল না।
ক্যাপড প্লেয়ার
আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন, এমন প্লেয়ারকে ক্যাপড প্লেয়ার হিসাবে ধরা হবে। পাঁচ বছরের মধ্যে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে থাকলেই তাঁকে ক্যাপড প্লেয়ার ধরা হবে।
আনক্যাপড প্লেয়ার
আন্তর্জাতিক ক্রিকেটে যাঁদের অভিষেক হয়নি, তাঁদের আনক্যাপড ধরা হবে। তাঁদের সর্বোচ্চ দামও তুলনামূলকভাবে কম। তবে এবার নিয়ম কিছুটা বদলে বলা হয়েছে, পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে না থাকলে তাঁকে আনক্যাপড বলা হবে। সেই নিয়মেই মহেন্দ্র সিংহ ধোনিকে আনক্যাপড ধরা হবে। যেহেতু তিনি ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন পাঁচ বছর আগে।
রাইট টু ম্যাচ কার্ড
কোনও ক্রিকেটারকে সরাসরি রিটেন না করেও তাঁকে রাইট টু ম্যাচ কার্ড নিয়মে কিনতে পারবে দলগুলি। তবে শর্ত এক, সেক্ষেত্রে নিলামের আগে পাঁচজনকে রিটেন করে একটি জায়গা ফাঁকা রাখতে হবে। শর্ত দুই, সেই ক্রিকেটারকে সংশ্লিষ্ট দলেই আগের মরশুমে খেলতে পারবে। নিলামে সেই ক্রিকেটারের সর্বোচ্চ যে দর উঠবে, আরটিএম কার্ড ব্যবহার করে সেই দামেই তাঁকে কিনতে পারবে পুরনো দল। তবে এবার নিয়ম হয়েছে, কোনও দল আরটিএম কার্ড ব্যবহার করবে জানালে সংশ্লিষ্ট ক্রিকেটারের জন্য যে দল সর্বোচ্চ দর হেঁকেছিল, তারা চাইলে আরও একবার দর বাড়াতে পারবে। আরটিএম কার্ড ব্যবহার করতে চাওয়া দলকে তখন সেই দামই দিতে হবে ক্রিকেটারকে পাওয়ার জন্য। তারা রাজি না হলে সেই ক্রিকেটার চলে যাবেন সর্বোচ্চ দর হাঁকা দলে।
আরও পড়ুন: বিকেল পাঁচটার মধ্যে! কবে ক্রিকেটারদের রিটেনশন তালিকা জানাতে হবে আইপিএলের দশ দলকে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।