IPL Retention: কেন দিল্লি ছেড়ে আইপিএল নিলামে উঠতে পারেন ঋষভ পন্থ? জানা গেল প্রকৃত কারণ
IPL 2025: বিধ্বংসী ব্যাটার উইকেটকিপারকে পেতে ঝাঁপাতে পারে কয়েকটি দল। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি দল তাঁর সঙ্গে প্রাথমিক কথাও বলে রেখেছে।
নয়াদিল্লি: পরের আইপিএলের (IPL 2025) জন্য কোন কোন ক্রিকরেটারকে ধরে রাখা হবে, ক'জনকেই বা রাখা হবে, তালিকা জমা দেওয়ার মাহেন্দ্রক্ষণ ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, বিকেল পাঁচটার মধ্যে।
সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে, দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant) ধরে রাখবে কি না, তা নিয়ে। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের যে রিটেনশন তালিকা তৈরি করেছে, সেখানে নেই পন্থের নাম। যিনি গত মরশুমেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। পন্থ নিজেও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন যে, তিনি নিলামে উঠতে পারেন। ভক্ত, অনুরাগীদের চেয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে চেয়েছিলেন, নিলামে উঠলে কত দাম তিনি পেতে পারেন। তারপর থেকেই পন্থ ও দিল্লি বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে।
বিধ্বংসী ব্যাটার উইকেটকিপারকে পেতে ঝাঁপাতে পারে কয়েকটি দল। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি দল তাঁর সঙ্গে প্রাথমিক কথাও বলে রেখেছে। কিন্তু কেন পন্থকে ছেড়ে দেওয়ার পথে হাঁটছে দিল্লি? কেনই বা পন্থ নিজে আইপিএলে দল পাল্টাতে চাইছেন?
শোনা যাচ্ছে, অক্ষর পটেলকে অধিনায়ক করার কথা ভাবছে দিল্লি। সেই কারণেই কি নিলামে ওঠার সিদ্ধান্ত পন্থের?
দিল্লি ক্যাপিটালসের মালিকানায় এক অদ্ভুত শর্ত রয়েছে। যে শর্ত অনুযায়ী, ২ বছর পর পর মালিকানা হস্তান্তরিত হবে। যেমন আগের ২ বছর দিল্লির আইপিএল দলের মালিকানা ছিল পার্থ জিন্দল ও তাঁর জেএসডব্লিউ গ্রুপের হাতে। সেই সময় দলের কোচ করা ছিলেন রিকি পন্টিং। দলের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন পরের ২ বছর আইপিএল দলের মালিকানা জিএমআর সংস্থার হাতে। তারা কোচ ও ডিরেক্টর করে এনেছে হেমাঙ্গ বাদানি ও বেণুগোপাল রাওকে।
শোনা যাচ্ছে, অধিনায়ক বদলের ব্য়াপারেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অধিনায়ক হিসাবে অক্ষর পটেলের কথা ভাবা হচ্ছে। আর সেটা জানতে পেরেই দল ছাড়ার ব্যাপারে তৎপর হয়েছেন পন্থ। আর্থিক চুক্তি নিয়েও নাকি দিল্লি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে পন্থের।
শেষ পর্যন্ত কী হবে, বৃহস্পতিবার বিকেলেই ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।