Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্স অনুশীলনে নতুন মালিঙ্গা! হুবহু লাসিথের বোলিং অ্যাকশন নকল করলেন ঈশান
IPL 2024: এ মরশুমেই পল্টনদের বোলিং কোচের দায়িত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন লাসিথ মালিঙ্গা।
মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে নতুন মালিঙ্গার আর্বিভাব! এ মরশুমেই নিজের প্রিয় মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন ঘটিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। পল্টনদের বোলিং কোচের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। কিন্তু মুম্বই শিবিরে এক নতুন মালিঙ্গার দেখা মিলল। কে সেই নতুন মালিঙ্গা? তিনি আর কেউ নন ঈশান কিষাণ।
আইপিএলের (IPL 2024) আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে সব ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্সও নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই অনুশীলন শিবিরেই মালিঙ্গার মতো কোঁকড়ানো পরচুলা পরে তাঁর বোলিং অ্যাকশন নকল করতে দেখা যায় ঈশান কিষাণকে (Ishan Kishan)। মালিঙ্গা নিজেও কিন্তু এই ঠাট্টায় যোগ দেন এবং গোটা বিষয়টা বেশ উপভোগই করেন। ঈশানের মালিঙ্গাকে নকল করতে দেখে উপস্থিত সকলের হেসে কার্যত গড়াগড়ি খাওয়ার উপক্রম।
Malinga banne ka tareeka bohot 𝒌𝒆𝒛𝒖𝒂𝒍 hai Ishan Bhai 🤣💙#OneFamily #MumbaiIndians @ishankishan51 @malinga_ninety9 pic.twitter.com/3oOk4gjbVR
— Mumbai Indians (@mipaltan) March 15, 2024
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এই ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, 'মালিঙ্গা হওয়ার চেষ্টাটা খুবই ক্যাজুয়াল ঈশান ভাই।' এখানে বোলিং করতে দেখা গেলেও, আসন্ন আইপিএলে কিন্তু বোলিং নয়, ঈশানের ব্যাটিংয়ের দিকেই থাকবে নজর। ২৫ বছর বয়সি ভারতীয় কিপার ব্যাটার বহুদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন। সদ্য ঘোষিত ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁকে। তাই জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য তাঁর ভাল পারফরম্যান্সটা ভীষণই জরুরি। এহেন পরিস্থিতিতে তরুণ তুর্কি কেমন পারফর্ম করেন, নিজেকে তিনি প্রমাণ করতে পারেন কি না, সেটাই দেখার।
মুম্বইয়ের হয়ে নিজেকে প্রমাণ করার লড়াইটা হার্দিক পাণ্ড্যরও। তিনি কিন্তু মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন হার্দিক পাণ্ড্য। তবে দুই মরশুম গুজরাত টাইটান্সের হয়ে অধিনায়কত্ব করার পর ফের একবার এ মরশুমে তিনি মুম্বইয়ে ফিরেছেন। পল্টনদের হয়ে মাঠে নামার উচ্ছ্বাস প্রকাশ করে মুম্বই ইন্ডিয়ান্সকে এক সাক্ষাৎকারে হার্দিক বলেন, 'এই দলের ব়ং গায়ে চাপানোটা আমার জন্য বিশেষ অনুভূতির। আমার সফরটা এখানেই শুরু হয়েছিল। ঘরে ফিরে আবার খেলতে নামাটা তাই স্পেশাল হতে চলেছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: উইকেট পুজো করে, নারকেল ফাটিয়ে ইডেনে প্রস্তুতি শুরু কেকেআরের