![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Deepak Chahar Proposed Jaya Bhardwaj: ''আমার মিষ্টি বোনকে শুভেচ্ছা'', দীপক ও তাঁর বান্ধবীকে কে পাঠালেন বার্তা?
Deepak Chahar Proposed Jaya Bhardwaj: তবে ম্যাচের পরই স্ট্যান্ডে এসে সবাইকে অবাক করে দেন চাহার। অবাক হয়ে গিয়েছিলেন তাঁর বান্ধবীও। রীতিমতো হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিলেন সিএসকে বোলার।
![Deepak Chahar Proposed Jaya Bhardwaj: ''আমার মিষ্টি বোনকে শুভেচ্ছা'', দীপক ও তাঁর বান্ধবীকে কে পাঠালেন বার্তা? Jaya Bhardwaj Brother EX Bigg Boss Contestant Reacts After Deepak Chahar Proposes Her Deepak Chahar Proposed Jaya Bhardwaj: ''আমার মিষ্টি বোনকে শুভেচ্ছা'', দীপক ও তাঁর বান্ধবীকে কে পাঠালেন বার্তা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/07/4cf8513c8bc4db726e09bf3f83a12464_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: কে এই জয়া ভরদ্বাজ? চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস ম্যাচের শেষে দীপক চাহারের সৌজন্যে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডে তাঁর বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার। পরে জানা যায় যে সেই তরুণীর নাম জয়া ভরদ্বাজ। দিল্লির বাসিন্দা জয়ার ভাই বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। রিয়ালিটি টিভি স্টার সিদ্ধার্থ ভরদ্বাজই জয়ার ভাই। বোনের এই স্পেশার মুহূর্তটি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেখানে সিদ্ধার্থ লিখেছেন, 'আমার মিষ্টি বোনকে ও দীপককে শুভেচ্ছা। এই মুহূর্তটা উদাযাপন করা হোক।'
২২ গজের বাইরে এবার নতুন ইনিংসের পথে দীপক চাহার। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর স্ট্যান্ডেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন চেন্নাই সুপার কিংসের এই তারকা পেসার। পঞ্জাব ম্যাচে চেন্নাাই সুপার কিংস জয় পায়নি। বল হাতেও আহামরি পারফরম্যান্স করতে পারেননি দীপক চাহার। ৪ ওভার বল করে ১ উইকেট নিলেও দিয়েছেন ৪৮ রান। তবে ম্যাচ হারলেও চেন্নাইয়ের এই ফলে প্লে অফে ওঠার পথে কোনও সমস্যা হবেনা। কারণ তারা আগেই উঠে গিয়েছিল প্লে অফে। তবে ম্যাচের পরই স্ট্যান্ডে এসে সবাইকে অবাক করে দেন চাহার। অবাক হয়ে গিয়েছিলেন তাঁর বান্ধবীও। রীতিমতো হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিলেন সিএসকে বোলার। স্ট্যান্ডে উপস্থিত ছিলেন সে সময় ধোনির স্ত্রী সাক্ষী ধোনিও। তাঁকেও হাততালি দিতে দেখা যায়। দীপক ও তাঁর বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরেন। প্রথমে মনে করা হয়েছিল যে দীপকের বান্ধবী হয়ত কোনও বিদেশিনী। কিন্তু তেমনটা না। দীপকের এই বান্ধবীর নাম জয়া ভরদ্বাজ। দিল্লির বাসিন্দা তিনি। এই গোটা দৃশ্যটি সিএসকে ও আইপিএলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
কালার্স চ্যানেলে হওয়া বিগ বসের পঞ্চম মরশুমে প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ। সেবার দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন তিনি। জয়া নিজেও কর্পোরেট ফিল্মে কাজ করেছেন। চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে দীপক ও জয়ার এই স্পেশার মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে। এছাড়াও তারকা ক্রিকেটার নিজেও ২টো ছবি তাঁর সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)