Bengaluru Stampede: ইস্তফা দিলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব ও কোষাধ্য়ক্ষ, চাপে পড়েই কি সিদ্ধান্ত?
Bengaluru Stampede Update: আরসিবির মার্কেটিং হেড নিখিল সোশালেকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকেই। এবার চাপে পড়ে ইস্তফা দিলেন কর্ণাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সচিব ও কোষাধ্যক্ষ।

বেঙ্গালুরু: নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন কর্ণাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সচিব ও কোষাধ্যক্ষ। আরসিবির ট্রফি জয়ের সেলিব্রেশন অনুষ্ঠান ও তা নিয়ে যে প্যারেড আয়োজিত হয়েছিল, তাতে পদপিষ্ট হয়ে ১১ জন মারা গিয়েছিলেন। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। গতকাল আরসিবির মার্কেটিং হেড নিখিল সোশালেকে গ্রেফতার করা হয়েছিল বিমানবন্দর থেকেই। এবার চাপে পড়ে ইস্তফা দিলেন কর্ণাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ই এস জয়ারাম।
কর্ণাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে লেখা হয়ছে, ''আমরা এটাই জানাতে চাই যে গত দু দিনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক ঘটনার ঘটে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। যদিও আমাদের ভূমিকা খুবই সীমিত ছিল। তবুও নৈতিক দায়িত্বের কারণে আমরা জানাতে চাই যে গত রাতে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক ও কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগপত্র দেওয়া হয়েছে। অ্য়াসোসিয়েশনের সভাপতির কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।''
এদিকে, এই পদপিষ্টের ঘটনায় কড়া পদক্ষেপ করেছে কর্নাটক প্রশাসন। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার-সহ তিন শীর্ষ কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কর্নাটকের রাজ্য ক্রিকেট সংস্থার (কেএসসিএ) বিরুদ্ধে আগেই মামলা রুজু হয়েছে। এ বার পদপিষ্টকাণ্ডে বিরাটের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন এক সমাজকর্মী। পুলিশকে এফআইআর দায়ের করার অনুরোধ জানান তিনি। পুলিশ আশ্বাস দিয়েছে, তদন্তের সময় তাঁর অভিযোগপত্র খতিয়ে দেখা হবে। তবে নতুন করে কোনও এফআইআর দায়ের বা এফআইআরে কোহলির নাম পুলিশ যুক্ত করেনি বলেই খবর।
পদপিষ্টের ঘটনার প্রায় দু’দিন পরে শুক্রবার সকালে আরসিবির মার্কেটিং বিভাগের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। বিজয়োৎসব আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার তিন আধিকারিককেও আটক করা হয়েছে। বিরাট কোহলির বিরুদ্ধেও দায়ের করা হয়েছিল অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কুবন পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচ এম বেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে খবর।
এদিকে, বিরাট কোহলিকে অ্যারেস্ট করার দাবি তুলে গতকাল সোশ্য়াল মিডিয়ায় ট্রেন্ডও হয়েছিল।




















