KKR vs CSK, Match Highlights: চেন্নাই কাঁটা উপড়ে ফেলে সহজ জয় দিয়ে অভিযান শুরু কেকেআরের
IPL 2022: চেন্নাইয়ের বিরুদ্ধে সহজ জয় কেকেআরের। ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা। ১৮.৩ ওভারে ১৩৩/৪ তুলে ফেলল কেকেআর।
মুম্বই: চেন্নাইয়ের বিরুদ্ধে সহজ জয় কেকেআরের। ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা। ১৮.৩ ওভারে ১৩৩/৪ তুলে ফেলল কেকেআর। অজিঙ্ক রাহানে ৩৪ বলে ৪৪ রান করলেন। বেঙ্কটেশ আইয়ার বড় রান পাননি। ১৬ করে ফেরেন। তবে নীতিশ রানা (১৭ বলে ২১ রান), শ্রেয়স (২০ বলে ২০ রানে অপরাজিত), স্যাম বিলিংস (২১ বলে ২৫ রান) দলকে চাপে পড়তে দেননি। ৩ রানে অপরাজিত ছিলেন শেলডন জ্যাকসন।
নাইট বোলারদের দাপট
আইপিএলে বরাবর কঠিন গাঁট নাইটদের। সেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই শনিবার দাপট দেখালেন কলকাতা নাইট রাইডার্সের (KKR vs CSK) বোলাররা। উমেশ যাদব (Umesh Yadav), বরুণ চক্রবর্তীদের (Varun Chakravarthy) দুরন্ত বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করে ১৩১/৫ তোলে সিএসকে।
লড়াই সেই ধোনির
চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি যে দলের অপরিহার্য অংশ, তা ফের একবার বোঝা গেল শনিবার। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে চেন্নাইয়ের সর্বোচ্চ স্কোরার ধোনিই। ব্যাট করতে নামলেন সাত নম্বরে। নাইট বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই করে শেষ পর্যন্ত ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত রইলেন। জাডেজা ২৮ বলে ২৬ রান করে ক্রিজে ছিলেন।
প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। চেন্নাই ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা দেন উমেশ। নাইট জার্সিতে ফিরেই বল হাতে যেন আগুন ছোটালেন। প্রথম ওভারেই ফেরান রুতুরাজ গায়কোয়াড়কে। ৪ ওভারে ২০ রানে দুই উইকেট ডানহাতি ফাস্টবোলারের। ৪ ওভারে ২৩ রানে এক উইকেট বরুণ চক্রবর্তীর। কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করলেন সুনীল নারাইন।
অঙ্ক কষে জয়
রান তাড়া করতে নেমে বাড়তি ঝুঁকি না নিয়ে সহজ জয় ছিনিয়ে নিল কেকেআর। রান পেয়েছেন ওপরের সারির সমস্ত ব্যাটারই। ম্যাচের সেরা হয়েছেন উমেশ যাদব।