IPL 2025: রঞ্জিকে চমকপ্রদ উত্থান, ১৭ বছরের কিশোরকে দেখে মুগ্ধ ধোনি, নিলামে সিএসকের নজর আয়ুশ
IPL 2025 Mega Auction: তাঁর ব্যাটিং নাকি মুগ্ধ করেছে মহেন্দ্র সিংহ ধোনিকেও। সিএসকের ট্রায়ালে নাকি আয়ুশকে ডাকা হয়েছিল। সেখানেই ধোনির নজরে পড়ে গিয়েছিলেন এই ছেলেটি।
চেন্নাই: আর কিছুদিন পরেই আইপিএলের মেগা নিলাম পর্ব রয়েছে। অন্য দলগুলোর সঙ্গে চেন্নাই সুপার কিংসও তাঁদের প্লেয়ারদের নেওয়ার ছক কষা শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতেই কানাঘুষাে শোনা যাচ্ছে যে মুম্বইয়ের এক ১৭ বছরের তরুণ ব্যাটারকে দলে নেওয়ার পরিকল্পনা করছে সিএসকে। তাঁর নাম আয়ুশ মাথ্রে। এত কম বয়সেই চলতি রঞ্জিতে মুম্বই দলের হয়ে খেলছেন আয়ুশ। তাঁর ব্যাটিং নাকি মুগ্ধ করেছে মহেন্দ্র সিংহ ধোনিকেও। সিএসকের ট্রায়ালে নাকি আয়ুশকে ডাকা হয়েছিল। সেখানেই ধোনির নজরে পড়ে গিয়েছিলেন এই ছেলেটি। ২০২৫ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে আয়ুশকে নেওয়ার বিষয়ে নাকি টিম ম্য়ানেজমেন্টের সঙ্গেও কথা বলেছিলেন এমএসডি।
২০২৪ সালের আইপিএলে সিএসকে আনক্যাপড প্লেয়ার হিসেবে সমীর রিজভিকে দলে নিয়েছিল ৮ কোটি ৪০ লক্ষ টাকায়। সিএসকে আয়ুশকে নিলে তিনিও ভাল দাম পেতে পারেন। রঞ্জিতে সুযোগ পেলেও আয়ুশ এখনও পর্যন্ত মাত্র ৫টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন। ৯ ইনিংসে ৩২১ রান করেছেন ৩৬ গড়ে। ঝুলিতে রয়েছে ১ টি শতরান ও ১টি অর্ধশতরানও। তবে অদ্ভুতভাবে আয়ুশ এখনও পর্যন্ত একটিও টি-টোয়েন্টি ম্য়াচ খেলেননি কেরিয়ারে। এই পরিস্থিতিতে তাঁকে দলে যদি সিএসকে নেয় আইপিএলের মত মেগা টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে, তবে তা কিন্তু বড় চমক হতে পারে।