Kohli Super Fan in IPL: 'বাহুবলী' কলকাতা পুলিশ ! দেখুন ইডেনে কোহলির প্রতিক্রিয়া
IPL 2022: লখনউ সুপারজায়ান্টস ২০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল মাঠে। বিরাট কোহলি তখন মাঠে ফিল্ডিংয়ে। কলকাতার মাঠে খেলা আর বিরাট ভক্তদের পাগলামো দেখা যাবে না, তা কি হয় নাকি।
কলকাতা: আরে এ তো পুরো ডব্লিউডব্লিউইর ক্লিপিংস। বুধবার ইডেনে তেমনই ছবি ধরা পড়ল। আরসিবি বনাম লখনউ ম্যাচের মাঝে গোটা মাঠ সাক্ষী থাকল এক জৈনিক পুলিশের এক সমর্থককে পুরো রেসলিংয়ের স্টাইকে কাঁধে তুলে মাঠের ফেন্সিংয়ের বাইরে ফেলে দেওয়ার ছবি। কিন্তু কেন তিনি এমনটা করলেন?
ঠিক কী হয়েছিল?
লখনউ সুপারজায়ান্টস ২০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল মাঠে। বিরাট কোহলি তখন মাঠে ফিল্ডিংয়ে। কলকাতার মাঠে খেলা আর বিরাট ভক্তদের পাগলামো দেখা যাবে না, তা কি হয় নাকি। গতকাল ম্যাচের মাঝে ঠিক তেমনই এক বিরাট সমর্থক আচমকাই গার্ডরেল টপকে ঢুকে পড়েছিলেন মাঠে শুধুমাত্র প্রিয় ক্রিকেটারের ছোঁয়া পাবেন বলে। কিন্তু সেই সময় আচমকাই এক পুলিশকর্মী বাধা হয়ে দাঁড়ান সেই সমর্থকের সামনে। তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে কাঁধে তুলে নেন ও মাঠের বাইরে নিয়ে যান একদম। মুহূর্তের মধ্যেই ঘটনাটি ঘটে। বিরাট নিজেও তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনিও হেসে ফেলেন পুরো ঘটনা দেখেই। সেই ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
Intruder in yesterday's match.
— Samy (@ZlxComfort) May 26, 2022
Kohli 🤣 pic.twitter.com/1CiQXZTDdm
লখনউ বধ আরসিবির
লক্ষ্য অসম্ভব না হলেও, কঠিন ছিল। প্রথমবার আইপিএল (IPL) মঞ্চে নেমেই কোয়ালিফায়ার টু-তে ওঠার জন্য লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২০৮ রান। লড়াই করেও কঠিন কাজ হাসিল করতে পারলেন না কে এল রাহুলরা। ফলে ইডেন থেকেই বেজে গেল লখনউয়ের বিদায়ঘণ্টা। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালের টিকিট পেতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা। সেই ম্যাচে জিতলেই প্রথমবার আইপিএল ট্রফি জয়ের আরও কাছে পৌঁছে যাবে ফাফ বাহিনী।