Bangladesh News: বাংলাদেশে গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস, কলকাতায় গর্জে উঠল সনাতনী সমাজ
ABP Ananda Live: বাংলাদেশে গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস, কলকাতায় গর্জে উঠল সনাতনী সমাজ। সন্ন্যাসীর মুক্তির দাবিতে বঙ্গীয় হিনদু জাগরণের মিছিল ঘিরে ধুনধুমার। বঙ্গীয় হিনদু জাগরণের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে তুলকালাম। বেকবাগানে ভাঙল ব্যারিকেড, ঝরল রক্ত। আহত পুলিশ-সহ কয়েকজন। কলকাতা থেকে জেলা....সন্ন্য়াসী মুক্তির দাবিতে দিকে দিকে প্রতিবাদ বঙ্গীয় হিনদু জাগরণের। ত্রিপুরাতেও বিক্ষোভ, চেকপোস্টে বন্ধ আমদানি-রফতানি। জমমুতে বিক্ষোভ উদ্ধবপন্থী শিবসেনার। নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় ইসকনের সন্ন্যাসীদের কীর্তন। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনও নির্দেশ দেবে না। আবেদন খারিজ করে জানাল বাংলাদেশ হাইকোর্ট। ধাক্কা কট্টরপন্থীদের। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে প্রশাসনের কী অবস্থান? আদালতে জানাতে পারল না ইউনূস সরকার। অশান্তি নিয়ে উদ্বেগপ্রকাশ বাংলাদেশ হাইকোর্টের।