IPL 2025: অন্য কোনও দলের হলে খেলতেই চাইনি, 'পরিবারে' ফেরার অনুভূতি নিয়ে অকপট কেকেআর তারকা বৈভব আরোরা
Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নিজের চতুর্থ মরশুমে খেলতে নামবেন বৈভব আরোরা।

নয়াদিল্লি: আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য় তিনি। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাঁকে মেগা নিলামের আগে রিটেন না করলেও, নিলামের তাঁর জন্য ঝাঁপায়। ফের একবার বৈভব আরোরাকে (Vaibhav Arora) এ মরশুমের আইপিএলেও কেকেআরের জার্সিতেই মাঠে নামতে দেখা যাবে। যে ফ্র্যাঞ্চাইজিকে তিনি নিজের পরিবার বলে মনে করেন, সেখানে ফিরে তাঁর কেমন লাগছে, সেই অনুভূতি নিয়েই মুখ খুললেন তরুণ ফাস্ট বোলার।
বৈভবের দাবি তিনি কেকেআর বাদে আর কোনও দলের হয়ে আইপিএলে খেলতে আগ্রহীই ছিলেন না। নাইট তারকা বলেন, 'কেকেআরের ফেরার অনুভূতিটা অসাধারণ। চার বছর ধরে আমি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়েছি ফলে স্বাভাবিকভাবেই এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার আবেগ জড়িয়ে গিয়েছে। এটা অনেকটা আমার পরিবারের মতো। তাই কেকেআর আমায় আবার দলে নেওয়ায় স্বস্তিই পেয়েছিলাম। গত বছর খেতাবও জিতি আমরা। সত্যি বলতে আমি অন্য কোনও দলের হয়ে খেলতেও চাইনি।'
২৭ বছর বয়সি ফাস্ট বোলার নিজের দক্ষতা বাড়ানোয় তৎপর। শুধু মাত্র নতুন বলে স্যুইং বোলার নয়, তিনি যাতে ইনিংসের বিভিন্ন সময়ে বল করতে পারেন, সেই বিষয়ে তৎপরও বটে। '২০২৪ সালে আমি পাওয়ার প্লেতে ভাল বল করেছি এবং সেটা নিঃসন্দেহে আমার অভিজ্ঞতা বাড়াবে। তবে আমি নিজের ডেথ বোলিং নিয়েও কাজ করেছি এবং ইনিংসের ওই অংশেও আমি যতটা পারি কার্যকর হতে চাই। লাল বলের ক্রিকেটে ইয়র্কার, স্লোয়ার বল ও বিভিন্ন বৈচিত্র যোগ করায় কাজ করেছি। আমি সাদা বলের ক্রিকেটেও সেই বৈচিত্রগুলি যোগ করে ম্যাচের যে কোনও সময়ে বোলিং করতে চাই।' বলেন তরুণ ফাস্ট বোলার।
এ মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামবে কেকেআর। প্রত্যাশার চাপ তাই থাকবেই। সেই চাপটা অবশ্য বৈভবের কাছে উপভোগ্যই এবং তিনি সেই চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত। 'সমর্থকদের আমাদের থেকে প্রত্যাশা থাকবেই এবং সেই প্রত্যাশার মর্যাদা রাখতে পারলে খুবই ভাল লাগে। একবার ট্রফি জেতাটা বেশ মজাদার বিষয়। তবে সেই ধারাবাহিকতাটা ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। এই চাপটা ভিন্ন এবং সত্যি বলতে বিষয়টা উপভোগ করার মতোই' যোগ করেন বৈভব।
বৈভব, হর্ষিতরা নতুন অধিনায়ক তথা মেন্টরের তত্ত্বাবধানে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে চতুর্থ আইপিএল খেতাব এনে দিতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: 'অনন্যা পাণ্ডে...' নিজের ভাইরাল সার্চ হিস্ট্রি নিয়ে অবশেষে মুখ খুললেন রিয়ান পরাগ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
