Kolkata Knight Riders: ক্রিকেটের নন্দনকাননে মুম্বইকে হারিয়েই মুম্বইয়ের সর্বকালীন রেকর্ডে ভাগ বসাল কেকেআর
IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে কেকেআর প্রথম দল হিসাবে এ বারের আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে।
কলকাতা: এক দশকের অপেক্ষা। ১০ বছর পর প্রথমবার কোনও মরশুমে কলকাতা নাইট রাইডার্স মুম্বই ইন্ডিয়ান্সকে দুই ম্যাচেই পরাজিত করল। শনিবাসরীয় ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮ রানে জয় পেয়ে চলতি মরশুমে প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছে গিয়েছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে তাদেরই এক সর্বকালীন রেকর্ডে ভাগও বসাল নাইট বাহিনী।
এটি কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তাদের ৫২তম জয়। কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিজেদের ঘরের মাঠে এটাই সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড। এতদিন পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের দখলেই এক মাঠে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড ছিল। নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ৫২টি ম্যাচ জিতেছে মুম্বই। কেকেআর পল্টনদের হারিয়ে তাদেরই রেকর্ডকে ভাগ বসাল। কালকের ম্যাচ দিয়েই কেকেআরের এ মরশুমে ঘরোয়া লেগ সমাপ্ত হল। এটাই যুগ্মভাবে ঘরের মাঠে নাইটদের ইতিহাসের সফলতম মরশুমও বটে। ঘরের মাঠে কেকেআর এ মরশুমে সাতটির মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে। তবে এই প্রথম নয়, ২০১০, ২০১৫ এবং ২০১৮ সালেও কেকেআর নিজেদের ঘরের মাঠে পাঁচটি ম্যাচ জিতেছিল।
ঘরের মাঠে এ মরশুমে এটাই নাইটদের শেষ ম্যাচ ছিল। বাকি দুই ম্যাচ খেলতে হবে বাইরের মাঠে। তাই শনিবারই প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে ইডেনে নেমেছিলেন নাইটরা। সেই ম্যাচে চাপে পড়েও অনবদ্যভাবে ফিরে এসে দুই পয়েন্ট ছিনিয়ে নিল কেকেআর। বৃষ্টি জেরে নির্ধারিত সময়ের পৌনে দু'ঘণ্টা পরে ম্যাচ শুরু হয়। ওভার সংখ্যা কমে দাঁড়ায় ১৬। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় কেকেআরকে।
বৃষ্টির আশঙ্কা রয়েছে, এরকম ক্ষেত্রে যেখানে সব দলই রান তাড়া করার ফর্মুলা নেয়, সেখানে নাইটদের প্রথমে ব্যাটিং। সেখানেই শেষ নয় বিপত্তির। ৭ বলের মধ্যে ফিরে গেলেন দুই ওপেনার। মরশুমে প্রথমবার। তবে বেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহদের দাপটে শেষ পর্যন্ত কেকেআর তোলে ১৫৭/৭।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই পেল না মুম্বই। ৬.৫ ওভারে ৬৫ রান তুলেছিলেন দুই ওপেনার ঈশান কিষাণ ও রোহিত শর্মা। তবে ৬ বলের ব্যবধানে বরুণ ও নারাইন দুই ওপেনারকে তুলে নেওয়ার পরই মুম্বইয়ের জারিজুরি শেষ। ১৭ বলে ৩২ রান করে তিলক বর্মা চেষ্টা করলেও তা যথেষ্ঠ ছিল না। ১৩৯/৮ স্কোরে আটকে গেল মুম্বই। ৪ ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এক দশক পর MI-র বিরুদ্ধে জোড়া জয়, প্রথম দল হিসাবে IPL-র প্লে-অফে উঠে কী বললেন KKR অধিনায়ক?