IPL 2024: কেকেআর শিবিরে ফের ধাক্কা, আইপিএল থেকে ছিটকে গেলে মুজিব, রাজস্থানে মহারাজ
Kolkata Knight Riders: মুজিব উর রহমান আইপিএল থেকে ছিটকে গেলেন এবং তাঁর দেশ থেকেই বদলি ক্রিকেটার খুঁজে নিল কেকেআর।
নয়াদিল্লি: ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় দিয়ে এবারের মরশুম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআরের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচের আগেই নাইট শিবিরে ধাক্কা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman)। তাঁর বদলিও আফগানিস্তান থেকেই খুঁজে নিল কেকেআর।
মুজিব উর রহমানের বদলি হিসাবে নাইট শিবিরে যোগ দিলেন আল্লাহ ঘাজ়ানফার (Allah Ghazanfar)। আফগানিস্তানের হয়ে ইতিমধ্যেই দুইটি ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছেন ঘাজ়ানফার। তিনি অফস্পিনার। মুজিব উর রহমান আইপিএলের মঞ্চে খেলা সর্বকণিষ্ঠ তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৭ বছর ১১ দিনে তিনি ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। তাঁর বদলে যে সুযোগ পেলেন, সেই ঘাজ়ানফারের বয়স মাত্র ১৬।
চলতি আইপিএলে সুযোগ পাওয়া তিনিই সর্বকণিষ্ঠ ক্রিকেটার। তরুণ তুর্কি এখনও পর্যন্ত তিনটি বিশ ওভারের ম্যাচ এবং ছয়টি লিস্ট এ ম্যাচ খেলে যথাক্রমে পাঁচ ও চারটি উইকেট নিয়েছেন। তাঁর বেসপ্রাইস ২০ লক্ষ টাকাতেই আফগান স্পিনারকে দলে নিল ককেআর। আইপিএলের তরফে তাঁর নাইট শিবিরে যোগ দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হয়।
🚨 NEWS 🚨#KKR & #RR announce replacements for Mujeeb Ur Rahman & Prasidh Krishna respectively.
— IndianPremierLeague (@IPL) March 28, 2024
Details 🔽 #TATAIPL | @KKRiders | @rajasthanroyals
অপরদিকে, একই দিনে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শিবিরেও নতুন ক্রিকেটারের আগমন ঘটল। প্রসিদ্ধ কৃষ্ণর বদলে দলে যোগ দিলেন কেশব মহারাজ (Keshav Maharaj)। পেশির চোটে কাবু প্রসিদ্ধ। সদ্যই তাঁর অস্ত্রোপ্রচার হয়েছে। তিনি যে চলতি আইপিএলে খেলতে পারবেন না, তা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফে আগেই বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। এবার তাঁর বদলি ক্রিকেটার হিসাবে প্রোটিয়া স্পিনারের নাম ঘোষণা করল রাজস্থান।
কেশব মহারাজ ৫০ লক্ষ টাকায় রাজস্থান দলে যোগ দিলেন। মহারাজের দখলে ১৫৯টি বিশ ওভারের ম্যাচ খেলে ১৩০টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন মহারাজ। এবার তাঁকে রাজস্থানের জার্সিতে দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ঘরের মাঠে ঝোড়ো ব্যাটিংয়ের পরেও সানরাইজার্সের বিরুদ্ধে হার, ম্যাচ শেষে আবেগঘন পোস্ট তিলকের