Kolkata Knight Riders: এক তারকাকে ছেড়ে স্যামসনের জন্য কেকেআরকে মরিয়া হয়ে ঝাঁপানোর পরামর্শ দিলেন নাইট প্রাক্তনী
Venkatesh Iyer: কেকেআর গত মরশুমে ২৪ কোটির বিনিময়ে বেঙ্কটেশ আইয়ারকে দলে নিলেও, তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

নয়াদিল্লি: আইপিএল শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। তবে ইতিমধ্যেই আইপিএল (IPL 2026) নিয়ে চর্চা তুঙ্গে। কারণ সঞ্জু স্যামসন (Sanju Samson)। সম্প্রতি একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি নাকি রাজস্থান রয়্যালস ছাড়তে আগ্রহী। এই প্রসঙ্গেই আকাশ চোপড়ার দাবি স্যামসনের জন্য সবার আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ঝাঁপানো উচিত।
স্যামসনের জন্য চেন্নাই সুপার কিংস বহু আগে থেকেই আগ্রহী বলে খবর। তবে কেকেআর গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন শুরুর লক্ষ্যে। নতুন কোচ, বোলিং কোচ আসা নিশ্চিত। দলের যে ধরনের ক্রিকেটারের প্রয়োজন, স্যামসন কিন্তু একেবারেই সেই প্রোফাইলেরই। গত মরশুমে অজিঙ্ক রাহানে কেকেআরের অধিনায়ক ছিলেন। তবে তাঁর অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠে। অপরদিকে, রহমানুল্লাহ গুরবাজ বা কুইন্টন ডি কক কেউই টপ অর্ডার, কিপার-ব্যাটার হিসাবে দলে নিজের স্থান পাকা করতে পারেননি। স্যামসন যেমন একদিকে কিপিং, টপ অর্ডারে ব্যাটিং করেন, অপরদিকে তিনি রয়্যালসের হয়ে অনেকদিন অধিনায়কত্বও করছেন। তাই এক খেলোয়াড়েই কেকেআরের তিন সমস্যার সমাধান হতে পারে।
আকাশ চোপড়ার মতে কেকেআর প্রয়োজনে ২৪ কোটি টাকার বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ছেড়ে দিক, তাতে দলের কাছে স্যামসনের পিছনে বিড করার জন্য যথেষ্ট অর্থ থাকবে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'কেকেআরের উচিত সবথেকে মরিয়া হয়ে ওর পিছনে ছোটা। অজিঙ্ক রাহানে ওপেন করুক বা যাই করুক ব্যাটিং অর্ডার নিয়ে কেকেআর সমস্যায় পড়েছিল। ওদের দলে এমন একজন খেলোয়াড় রয়েছে যাকে চাইলে ওরা ছেড়েও দিতে পারে। ওরা যদি বেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেয় তাহলেই তো ২৪ কোটির পুঁজি হাতে চলে আসবে। তার পর ওদের হাতে যথেষ্ট শক্তিও থাকবে।'
অনেকেরই অজানা হলেও, স্যামসন কিন্তু একদা কেকেআরের অঙ্গ ছিলেন। তবে তরুণ সঞ্জু নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগই পাননি। এবার কি তাঁর রিইউনিয়ন হবে? সেটা সময় বলবে। তবে স্যামসনের ঠিক রয়্যালস ছাড়ার কারণটা কী? Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী স্যামসন ও রয়্যালস ম্যানেজমেন্টের সম্পর্ক নাকি একেবারে তলানিতে ঠেকেছে।
শোনা যাচ্ছে রয়্যালসের সঙ্গে স্যামসনের বিবাদের মূল কারণ দলে তাঁর ব্য়াটিং পজিশন। স্যামসন ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও তিনি ওপেন করেন। তবে এ বছর আইপিএলে স্যামসনের চোটের মাঝে যশস্বী জয়সওয়ালের সঙ্গে বৈভব সূর্যবংশীকে রয়্যালসের তরফে ওপেন করতে পাঠানো হয়। বৈভব সাফল্য পাওয়ায় এই ওপেনিং জুটিকেই বাকি সময়টাও খেলানো হয়। স্যামসনকে ব্যাটিং অর্ডারে নিজের পছন্দের জায়গা ছেড়ে দিতে হয়। স্যামসনকে নিজের পছন্দের ব্যাটিং পজিশন বাছাই করতে না দেওয়ায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব সময়ের সঙ্গে আরও বেড়েছে। যদিও এটাই মন কষাকষির একমাত্র কারণ নয় বলেও রিপোর্টে দাবি করা হচ্ছে।




















