IPL 2024: ইডেন থেকে সরছে কেকেআর-রাজস্থান দ্বৈরথ? বদলাচ্ছে ম্যাচের দিনক্ষণ?
KKR vs RR: ১৭ এপ্রিল ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি আয়োজিত হওয়ার কথা।
কলকাতা: রমরমিয়ে চলছে আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024)। ইতিমধ্যেই ১৩টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সও দুইটি ম্যাচ খেলে ফেলেছে। তবে কেকেআরের এক ম্যাচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একাধিক রিপোর্ট অনুযায়ী ১৭ এপ্রিল কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের (KKR vs RR) ম্যাচের সূচি বদল হতে পারে।
১৭ এপ্রিল ম্যাচটি ইডেন গার্ডেন্সেই আয়োজিত হওয়ার কথা। তবে বিসিসিআই সেই ম্যাচের দিনক্ষণ বা ভেন্যু বদলের চিন্তাভাবনা করছে। এর কারণ রামনবমি। গোটা দেশজুড়েই রামনবমি উৎসব পালন হবে। আধিকারিকরা সেই সময়ে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী দেওয়া যাবে কি না, সেই বিষয়ে নিশ্চিত নন। তবে শুধু রামনবমী নয়, লোকসভা নির্বাচনও শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। সেক্ষেত্রেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে সংশয় রয়েছে।
এই নিয়ে বিসিসিআই এবং সিএবির মধ্যে আলাপ আলোচনাও হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে দুই ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস্টারদের এই বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে রিপোর্টে এও দাবি করা হচ্ছে যে যাতে ম্যাচ নির্ধারিত দিনেই আয়োজন করা যায়, সেই নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কথা মাথায় রেখেই আইপিএল কর্তৃপক্ষ শুরুর ২১টি ম্যাচের সূচি ঘোষণা করেছিল। তবে গত মাসেই বাকি ৫৩ ম্যাচের সূচিও ঘোষণা করা হয়। এরপর ফের একবার আইপিএল সূচিতে বদল ঘটাতে হলে কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হতে পারে। শেষমেশ কী সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেটাই দেখার বিষয়।
প্রসঙ্গত, রাজস্থান রয়্যালস আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের মরশুমের তৃতীয় ম্যাচে মাঠে নামছে। কেকেআরের পরের ম্যাচ বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। বুধবার, ৩ এপ্রিল সেই ম্যাচ আয়োজিত হবে। নাইটরা বর্তমানে আইপিএলের লিগ শীর্ষেই রয়েছে। কেকেআর নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে। প্রথম ম্যাচে সানরাইডজার্স হায়দরাবাদকে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে জয় পেয়েছে কেকেআর। সেই জয়ের ধারা দিল্লির বিরুদ্ধেও বজায় থাকে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন:মুকুটহীন রোহিতের ওপরই কি হার্দিকের মুকুট বাঁচানোর দায়িত্ব? আটকাবে কি হারের হ্যাটট্রিক?