(Source: ECI/ABP News/ABP Majha)
MI vs RR, 1st Innings Score: সঞ্জু-বাটলারের ঝোড়ো ইনিংস, রাজস্থান তুলল ১৭১/৪
MI vs RR, IPL 2021 1st Innings Highlights: পরপর কয়েকটি ম্যাচে ওপেনিং নিয়ে সমস্যায় পড়েছিল রাজস্থান। তবে এদিন শুরু থেকেই রাজস্থানের দুই ওপেনার জস বাটলার আর যশস্বী জয়সবাল ছিলেন আক্রমণাত্মক মেজাজে।
নয়াদিল্লি: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস তুলল ৪ উইকেটে ১৭১ রান। পরপর কয়েকটি ম্যাচে ওপেনিং নিয়ে সমস্যায় পড়েছিল রাজস্থান। তবে এদিন শুরু থেকেই রাজস্থানের দুই ওপেনার জস বাটলার আর যশস্বী জয়সবাল ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ৩২ বলে ৪১ রান করেন ইংল্যান্ডের তারকা বাটলার। তিনটি চার ও সংসংখ্যক ছক্কা মেরেছেন তিনি। অপর ওপেনার যশস্বী ২০ বলে ২টি চার ও ২টি ছক্কা মেরে ৩২ রান করেন।
দুই ওপেনারের দাপটে ৭.৪ ওভারে ৬৬ রান যোগ করেছিল রাজস্থান। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনার রাহুল চাহারের বলে স্টেপ আউট করতে গিয়ে স্টাম্পড হয়ে যান বাটলার। এক ওভার পরে ফের রাজস্থান ইনিংসকে ধাক্কা দেন চাহার। এবার তাঁর বলে কট অ্যান্ড বোল্ড হন যশস্বী। রাজস্থানের মিডলস অর্ডারের হাল ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে রয়েছেন সঞ্জু। চলতি আইপিএলে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। এদিন ২৭ বলে ৪২ রান করেন তিনি। কোনও ছক্কা মা মারলেও সঞ্জুর ইনিংসে রয়েছে ৫টি চার। ৩১ বলে ৩৫ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন শিবম দুবে। মুম্বই বোলারদের মধ্যে ২ উইকেট চাহারের। ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা একটি করে উইকেট নিয়েছেন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে ব্যাটিং। দলে তারকার অভাব নেই। ওপেনিংয়ে রোহিত শর্মা, কুইন্টন ডি’কক। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, কায়রন পোলার্ড। যে দল এইরকম তারকাখচিত সেই দলের সমস্যা থাকা উচিত নয়। কিন্তু টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ মিডল অর্ডারের ফর্ম। সূর্যকুমার থেকে শুরু করে ঈশান, কেউই রানের মধ্যে নেই। হার্দিক, পোলার্ডরাও জ্বলে উঠতে পারছেন না। রাজস্থানের রান তাড়া করে সফল হবে মুম্বই?