IPL 2022 Exclusive: সেরা ব্যাটারকে সামলানোর আগে শামির দাওয়াই ঘুম, পাল্টা কী করলেন বাটলার?
IPL 2022: আইপিএলের (IPL) ইতিহাসে অরেঞ্জ ক্যাপের লড়াই কখনও এতটা একপেশে হয়ে যায়নি। আর সেই দুরন্ত জস বাটলারকে থামাতে মহম্মদ শামির (Mohammed Shami) দাওয়াই নাকি নিশ্চিন্তে, টানা ঘুম!
কলকাতা: টুর্নামেন্টে তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। ১৪ ম্য়াচে ৬২৯ রান। স্ট্রাইক রেট দেড়শো ছুঁই ছুঁই। তিন-তিনটে সেঞ্চুরি করে ফেলেছেন। আইপিএলের (IPL) ইতিহাসে অরেঞ্জ ক্যাপের লড়াই কখনও এতটা একপেশে হয়ে যায়নি। আর সেই দুরন্ত জস বাটলারকে থামাতে মহম্মদ শামির (Mohammed Shami) দাওয়াই নাকি নিশ্চিন্তে, টানা ঘুম!
বাটলার যতই সংহারক মূর্তিতে ব্যাট করুন না কেন, গুরুত্ব দিতে নারাজ বাংলার পেসার। বরং বেশ হাল্কা মেজাজেই তিনি বলে দিচ্ছেন, সোমবার রাতে নিশ্চিন্তে ঘুমোতে চান। বাটলারকে থামাতে কী পরিকল্পনা? মঙ্গলবার ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। তার আগের দিন শামি বললেন, 'বাটলারকে আউট করার জন্য আমার ভাল ঘুম দরকার।' তারপরই শামি হেসে যোগ করলেন, 'কে কত রান পেয়েছে সেটা ভেবে বল করতে যাই না। নিজের দক্ষতার উপরে আস্থা রয়েছে। আমি দেখি না বিপক্ষে কে ব্যাট করছে।'
চলতি আইপিএলে ছন্দে রয়েছেন শামিও। বলছেন, 'অভিজ্ঞতাই সব চেয়ে জরুরি। আমি বিশ্বাস করি ভাল জায়গায় বল করলে মারা কঠিন। সাদা বলে দু’-চার ওভার স্যুইং করে। বল স্যুইং করলে তার সদ্ব্যবহার করা উচিত।'
আইপিএলে গুজরাত টাইটান্সের (GT) চালিকাশক্তি ডেথ ওভারে পাওয়ার হিটিং। কোনও ম্যাচে হার্দিক তো কোনও ম্যাচে তেওয়াটিয়া, কখনও আবার রশিদ খান, প্রতিপক্ষ বোলিংকে ছিন্নভিন্ন করে দিচ্ছেন। অবিশ্বাস্যভাবে ছিনিয়ে আনছেন ম্যাচ।
আর আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সেই চার-ছক্কার ফুলঝুরি আটকাতে তৎপর রাজস্থান রয়্যালস (RR) শিবির। তৈরি হচ্ছে কৌশল। আর সেই অঙ্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে যাঁকে, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পরিচিত ছিলেন স্লগ ওভার স্পেশালিস্ট হিসাবে। তাঁর মতো নিখুঁত ইয়র্কার করতে ক্রিকেটবিশ্বে বড় একটা কাউকে দেখা যায়নি। এমনকী, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ইয়র্কার করা বোলার যশপ্রীত বুমরাও তাঁর দক্ষতা আরও ধারাল হয়ে ওঠার নেপথ্যে কৃতিত্ব দিয়ে থাকেন তাঁকে।
তিনি, লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। এবারের আইপিএলে যিনি রাজস্থান রয়্যালসের বোলিং কোচ। সোমবার সন্ধ্যায় ইডেনে তিনি বিশেষ ক্লাস নিলেন ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণদের।
আরও পড়ুন: বায়ো বাবলের কড়াকড়ি, মাঝরাতে ভিডিও কলে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঋদ্ধিমান