PBKS vs RCB: চারে চার, PBKS-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB, ছিটকে গেলেন কারানরা
IPL 2024: ৬০ রানে আরসিবির বিরুদ্ধে হারের জেরে মুম্বই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসাবে সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস।
ধর্মশালা: নাগাড়ে ছয় হারের পর অনেকেই মনে করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের (IPL 2024) প্লে-অফে পৌঁছনোর আশা শেষ হয়ে গিয়েছে। তবে নাগাড়ে চার জয়ে সেই আশা ক্ষীণ হলেও জিইয়ে রাখলেন কোহলিরা। ধর্মশালায় পাঞ্জাব কিংসকে ৬০ রানের বড় ব্যবধানে হারাল আরসিবি (PBKS vs RCB)। তিন উইকেট নিলেন মহম্মদ সিরাজ। তবে আরসিবি টিকে থাকলেও এই ফলাফলের জেরে মুম্বই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসাবে সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস।
ম্যাচ জয়ের জন্য় পাঞ্জাব কিংসকে ধর্মশালায় সর্বকালীন রেকর্ড ২৪২ রান তাড়া করতে হত। তবে এ মরশুমে ইতিমধ্যেই টি-টোয়েন্টি ইতিহাসের সর্বাধিক রান তাড়া করে কেকেআরকে হারিয়েছিলেন বেয়ারস্টোরা। শতরান হাঁকিয়েছিলেন বেয়ারস্টো নিজে। আজও এমন কিছুরই আশা করছিলেন পাঞ্জাব অনুরাগীরা। তবে তেমনটা হয়নি। প্রথম ওভারেই প্রভসিমরণ সিংহকে ফেরান স্বপ্নীল। বেয়ারস্টো শুরুটা ভাল করেও ১৬ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন। তবে রাইলি রুসো অনবদ্য ফর্মে ছিলেন।
মাত্র ২১ বলে নিজের দ্বিতীয় আইপিএল অর্ধশতরান পূরণ করেন তিনি। ঘটনাক্রমে প্রোটিয়া তারকার প্রথম হাফসেঞ্চুরিও এই মাঠেই এসেছিল। রুসোর ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল পাঞ্জাব। তবে কর্ণ শর্মা নিজের স্পিন ভেল্কিতে ম্যাচের রঙ সম্পূর্ণ বদলে দেন। নিজের পরপর দুই ওভারে রুসোকে ৬১ ও জীতেশ শর্মাকে পাঁচ রানে ফেরান তিনি। লিয়াম লিভিংস্টোন খাতা খোলার আগেই স্বপ্নীলের বলে সাজঘরে ফেরেন। পাঞ্জাবকে জেতানোর দায়িত্ব এসে পড়ে শশাঙ্কের কাঁধে। ইতিমধ্যেই এই আইপিএলে একাধিক অবিশ্বাস্য ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তবে আজ আর হল না। ছন্দে দেখালেও বিরাটের কোহলির দুরন্ত ডাইরেক্ট হিটে ৩৭ রানে ফিরতে হল তাঁকে।
স্যাম কারান ২২ রানের লড়াকু ইনিংস খেলেন বটে, তবে নির্দিষ্ট অন্তরালে উইকেট হারিয়ে পাঞ্জাবের জয়ের আশা বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। শেষমেশ অর্শদীপ সিংহকে চার রানে আউট করে আরসিবির জয়ে সিলমোহর লাগান মহম্মদ সিরাজ। ১৮১ রানে শেষ হয় পাঞ্জাব কিংসের ইনিংস। আরসিবি তারকার ফর্ম নিয়ে এ মরশুমে কম জলঘোলা হয়নি। ম্যাচের শেষ উইকেট নেওয়ার পর তাঁর অঙ্গভঙ্গিতে মনে হয় সকলকে আশ্বস্ত করলেন তিনি, জানালেন যে আমি আছি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কর্ণধারের তীব্র ভর্ৎসনা, আইপিএল মরশুম শেষের আগেই LSG-র নেতৃত্ব ছাড়বেন কেএল রাহুল?