MS Dhoni in IPL: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইপিএলের নিলাম, চেন্নাই পৌঁছোলেন ধোনি
MS Dhoni in IPL: বেঙ্গালুরুতে বসছে আইপিএলের নিলামের আসর। মেগা নিলামের আগেই চেন্নাইয়ে পৌঁছে গেলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আশা করা হচ্ছে যে নিলামের টেবিলেও দেখা যাবে ধোনিকে (ms dhoni)
চেন্নাই: আগামী মাসের ১২ ও ১৩ তারিখ বেঙ্গালুরুতে বসছে আইপিএলের নিলামের আসর। মেগা নিলামের আগেই চেন্নাইয়ে পৌঁছে গেলেন সিএসকে (csk) অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (mahendra singh dhoni)। আশা করা হচ্ছে যে নিলামের টেবিলেও দেখা যাবে তাঁকে। চেন্নাই সুপার কিংস তাদের ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা করেছে। যেখানে দেখা যাচ্ছে যে ধোনির চেন্নাই পৌঁছোনোর ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।
আসন্ন আইপিএলের আগে মাত্র ৩ জন প্লেয়ারকে রিটেন করেছেন সিএসকে। অধিনায়ক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। বাকি ৩ জন হলেন রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড ও মঈন আলি। রিটেনশনে প্রথম পছন্দ ছিল জাদেজা। তাঁকে ১৬ কোটি দিয়ে রেখে দেওয়া হয়েছে। সেখানে ধোনিকে ১২ কোটি, মঈনকে ৮ ও রুতুরাজকে ৬ কোটি দিয়ে রিটেন করেছে সিএসকে।
আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন।
এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা ধরেই আগামী মাসে বেঙ্গালুরুতে নিলামের (IPL Auction) আসর বসবে। নিলামে নামার আগে সবচেয়ে বেশি অর্থ থাকছে পাঞ্জাব কিংসের হাতে। তারা নামবে ৭২ কোটি টাকা নিয়ে। ৬৮ কোটি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস নামছে ৬২ কোটি টাকা নিয়ে। লখনউ দলের হাতে রয়েছে ৫৮ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ৫৭ কোটি টাকা। ৫২ কোটি টাকা নিয়ে নিলামে নামবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর, চেন্নাই এবং মুম্বইয়ের হাতে আছে ৪৮ কোটি টাকা করে। দিল্লির হাতে আছে ৪৭.৫ কোটি টাকা।