MS Dhoni: পরের আইপিএলে অন্য দলে খেলবেন ধোনি? সিএসকে শিবিরের বড় আপডেট
Chennai Super Kings: সব হিসেবনিকেশ বদলে যেতে পারে সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথনের কথায়। যিনি আইপিএলে ধোনির ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিয়েছেন।
চেন্নাই: তিনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি। সিএসকে-কে পাঁচ-পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন। তাঁর জন্যই নিয়মে বদলের জন্য ঝাঁপিয়েছিল সিএসকে। অথচ মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) ধরে নাও রাখতে পারে সিএসকে?
তোলপাড় পড়ে গিয়েছে এই জল্পনাতকে কেন্দ্র করে। সিএসকে-র প্রস্তাব মেনে নিয়ে আইপিএল নিলামের নিয়মে বদল আনার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দিয়েছে, পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেললে বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় না থাকলে তাঁকে আনক্যাপড হিসাবে গণ্য করা হবে। সেক্ষেত্রে মাত্র ৪ কোটি টাকায় ধোনিকে রাখা হবে সিএসকে-তেই, এরকম সম্ভাবনাই জোরাল ছিল।
তবে সব হিসেবনিকেশ বদলে যেতে পারে সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথনের কথায়। যিনি আইপিএলে ধোনির ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিয়েছেন। কাশী বিশ্বনাথন বলেছেন, 'আমরা এখনও নিশ্চিত নই (ধোনিকে রিটেন করার ব্যাপারে)। আমরা ধোনির জন্য রিটেনশনের সুবিধা ব্যবহার নাও করতে পারি। এ নিয়ে এখনই মন্তব্য করা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ, ওর সঙ্গে এ নিয়ে কোনও আলোচনাই হয়নি। ধোনি আমেরিকায় ছিল। তাই কথা বলার সুযোগ হয়নি। আমি এ সপ্তাহে বাইরে থাকছি। পরের সপ্তাহে এ নিয়ে ওর সঙ্গে আলোচনা হতে পারে। তখন এ নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারব। আমরা ওর খেলার ব্যাপারে আশাবাদী তবে শেষ সিদ্ধান্ত নেবে ধোনি নিজেই।'
তারপর থেকেই জোর জল্পনা, সিএসকে ধোনির জন্য না ঝাঁপালে কি অন্য কোনও দলের হয়ে আইপিএলে খেলতে দেখা যাবে কিংবদন্তিকে? কেউ কেউ আবার বলছেন, সেক্ষেত্রে হয়তো নিলামে নামই দিলেন না ধোনি, এমন সম্ভাবনাও রয়েছে।
২০১৯ সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর থেকে তিনি শুধু আইপিএলে খেলছেন। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, কোনও প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পাঁচ বছর পর আইপিএলে ক্যাপড প্লেয়ার হিসেবে গণ্য হবেন না। বদলে তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসাবে ধরা হবে। সেই নিয়ম অনুযায়ী, ধোনির বেতন হবে ৪ কোটি টাকা।