MS Dhoni: সিএসকেতে শ্রীনিবাসনের প্রত্যাবর্তনে দীর্ঘায়িত হচ্ছে ধোনির সফর? পরের মরশুমের আইপএলে খেলবেন মাহি!
IPL 2026: তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে সংশয় রয়েছে বটে। তবে রিপোর্ট অনুযায়ী ধোনি নিজের আইপিএল কেরিয়ারের মধুরেণ সমাপয়েৎ করতে আগ্রহী।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নেওয়ার পর পাঁচ বছর কেটে গিয়েছে। আইপিএল ব্যতীত আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। সেই কারণেই মাহি-ভক্তরা প্রতি মরশুমে অধীর আগ্রহে আইপিএলের অপেক্ষা করে থাকেন। প্রতি বছরই প্রশ্ন উঠে ৪০-র গণ্ডি পার করা ধোনিকে কি পরের মরশুমে (IPL 2026) দেখা যাবে? এ মরশুম শেষেও একই প্রশ্ন ঘোরাফেরা করছে। এই প্রসঙ্গে বর্তমানে যা শোনা যাচ্ছে, তাতে ধোনি অনুরাগীরা খুশিই হবেন।
রিপোর্ট অনুযায়ী ধোনি নিজের আইপিএল কেরিয়ারের মধুরেণ সমাপয়েৎ করতে আগ্রহী। তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে সংশয় রয়েছে বটে। তবে সব ঠিকঠাক চললে, আগামী মরশুমে অর্থাৎ আইপিএল ২০২৬-এ ফের একবার চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠে নামতে দেখা যাবে। এক্ষেত্রে এক বিশেষ ব্যক্তির কামব্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। তিনি এন শ্রীনিবাসন।
শুরুর দিকে ধোনির সিএসকে সফরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল শ্রীনবাসনের তাঁর প্রতি আস্থা। তবে এক দশক আগে স্বার্থের সংঘাত জনিত সমস্যা ও বেটিংয়ের অভিযোগে শ্রীনিবাসনকে সিএসকে থেকে সরে দাঁড়াতে হয়। তবে এই বছরের মে মাসেই তিনি ফের একবার সিএসকেতে প্রত্যাবর্তন ঘটান। তাঁর মেয়ে ও তিনি উভয়েই সিএসকের ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন। শ্রীনিবাসনের এই প্রত্যাবর্তনই ধোনিকে তাঁর আইপিএল কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য মুখ্য ভূমিকা নিতে চলেছে বলে খবর।
গত মরশুমে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় আহত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনিকেই ফের একবার হলুদ বিগ্রেডকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। তবে আইপিএল ইতিহাসে প্রথমবার লিগ তালিকায় সবার নীচে শেষ করে সিএসকে। সেই হতাশা ঝেড়ে ফেলে ধোনি শেষটা ভালভাবে করতে আগ্রহী বলেই খবর।
এইসব জল্পনা কল্পনার মাঝেই আবার ধোনিকে ফ্লাশিং মিডোয় দেখা গেল। মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর টেলর ফ্রিৎজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেমেছিলেন নোভাক জকোভিচ। সেই ম্যাচ দেখতেই দর্শকাসনে উপস্থিত ছিলেন ধোনি। ২২ গজের বাইরে সাধারণত জাঁক জমকের থেকে দূরেই থাকা পছন্দ করেন মহেন্দ্র সিংহ ধোনি। কখনও সখনও তাঁর বাইক রাইডের ভিডিও বা বন্ধুদের সঙ্গে ধাবায় মুখে একগাল হাসি নিয়ে খাওয়া দাওয়া করা আড্ডা দেওয়ার ভিডিও ভাইরাল হয়। তবে কোনও ইভেন্ট বা প্রমোশনে ধোনিকে দেখা যায় না। এমনকী তিনি আইসিসির হল অফ ফেমে জায়গা পেলেও, সেই অনুষ্ঠানে যাননি। তবে তাঁকে ফ্লাশিং মিডোয় আর্থার অ্যাশ স্টেডিয়ামে জকোভিচের ম্য়াচ উপভোগ করতে দেখা গেল।




















