SRH vs RR: নীতীশ, হেডের দুরন্ত হাফসেঞ্চুরি, ১৯ বলে ৪২ করলেন ক্লাসেন, RR-র বিরুদ্ধে ২০১ তুলল SRH
IPL 2024: অর্ধশতরানের গণ্ডি পার করতেই সানরাইজার্সের নয় ওভার লাগে, তবে তারপরই ব্যাট হাতে ঝড় তোলেন হেড ও রেড্ডি।
হায়দরাবাদ: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (SRH vs RR) শুরুটা মন্থরভাবে করলেও, ব্যাটিং ইনিংসের শেষটা দুরন্তভাবে করল সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২০১ রান তুলল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। নীতীশ রেড্ডি (Nitish Reddy) ও ট্র্যাভিস হেড (Travis Head) অনবদ্য হাঁকালেন। শেষের দিকে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন হেনরিখ ক্লাসেন। ১৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। এই ত্রয়ীর সুবাদেই দু'শোর গণ্ডি পার করল সানরাইজার্স।
এই টুর্নামেন্টে সানরাইজার্সের আক্রমণাত্মক ব্যাটিং শোরগোল ফেলে দিয়েছে। একই টুর্নামেন্টে একাধিকবার সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে এদিন সানরাইজার্সের শুরুটা একেবারেই ভাল হয়নি। বরং বলা ভাল শুরুটা অসানরাইজার্সসুলভই হয়েছে। নবম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করে সানরাইজার্স। তবে দলের ৫০ পার হলেই ব্যাট হাতে ঝড় তোলা শুরু করেন হেড। দুই ছক্কা ও একটি চার মারেন। হেড ৩৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। নীতীশ রেড্ডিও ৩০ বলে অর্ধশতরান হাঁকান।
তবে এরপরেই বিতর্ক দানা বাঁধে। বিতর্কিতভাবে তৃতীয় আম্পায়ার হেডকে নট আউট দেন। রান আউটের আপিলে রিপ্লেতে হেডের ব্যাট হাওয়ায় থাকলেও, তাঁকে নট আউট দেওয়া হয়। এই নিয়ে রাজস্থানের ডাগ আউটে উপস্থিত কুমার সাঙ্গাকারাকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতেও দেখা যায়। কিন্তু সিদ্ধান্ত বদল হয়নি। তবে তাঁর লাভ নিতে পারলেন না অজ়ি তারকা। পরের বলেই আবেশ তাঁকে ৫৮ রানে বোল্ড করেন।
Innings Break!
— IndianPremierLeague (@IPL) May 2, 2024
A 🎯 of 2️⃣0️⃣2️⃣ for #RR courtesy of counter attacking fifties & a finishing act from #SRH 👏
Scorecard ▶️ https://t.co/zRmPoMjvsd #TATAIPL | #SRHvRR pic.twitter.com/92E9FfYYoA
তবে হেড আউট হলেও, সানরাইজার্সের রানের গতি কিন্তু এতটুকুও কমেনি। ক্লাসেন নেমেই ব্যাটে ঝড় তোলেন। নীতীশ রেড্ডিও নিজের দুরন্ত ইনিংস চালু। তিনি ইনিংস শেষে ৭৬ রানে অপরাজিত থাকেন। এই দুই তারকার দাপটে শেষের দিকে রীতিমতো দিশেহারা দেখায় রাজস্থানের তারকাখচিত বোলিং আক্রমণকে। রাজস্থান ম্যাচ জিতে প্লে-অফের টিকিট পাকা করে না, সানরাইজার্স প্রথম চারে থাকার দৌড়ে এক পা বাড়াবে, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঠিক কী কারণে বিশ্বকাপ দলে ব্রাত্য রিঙ্কু, কেনই বা বাদ পড়লেন গিল, রাহুল? জানালেন আগরকর