Sachin Maidan IPL Century: আজ সচিনের আইপিএল কেরিয়ারের বিশেষ দিন, ১০ বছর আগে কী হয়েছিল?
Sachin Maidan IPL Century: যা হয়ত কোনওদিন কেউ ভাঙতেই পারবে না। সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) আজকের দিনেই ১০ বছর আগে করেছিলেন তাঁর আইপিএল কেরিয়ারের বিশেষ একটি ইনিংস।
মুম্বই: বিশ্ব ক্রিকেটের মহীরুহ তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক। ব্যাটার হিসেবে একাধিক রেকর্ড, যা হয়ত কোনওদিন কেউ ভাঙতেই পারবে না। সেই সচিন তেন্ডুলকর আজকের দিনেই ১০ বছর আগে করেছিলেন তাঁর আইপিএল কেরিয়ারের একমাত্র সেঞ্চুরিটি।
কোচি টাস্কার্সের বিরুদ্ধে আজকের দিনেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে নিজের একমাত্র শতরান হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে ৬৬ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন তেন্ডুলকর। তাঁর সেই ইনিংসের ওপর ভর করেই ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮২ রান বোর্ডে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মাস্টার ব্লাস্টার ১২টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।
সচিনের দুর্দান্ত সেঞ্চুরি
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন ড্যাভি জেকবস ও সচিন তেন্ডুলকর। দ্রুত জেকবসের উইকেট হারায় মুম্বই। এরপর আম্বাতি রায়ডুর সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সচিন। রায়ডু নিজে ৫৩ রানের ইনিংস খেলেন। ১৪ তম ওভারের প্রথম বলেই নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন সচিন। ৪৩ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। পরের ৫০ রান করতে মাত্র ২৩ বল খেলেন প্রাক্তন এই কিংবদন্তি ক্রিকেটার।
তেন্ডুলকর নিজের আইপিএল কেরিয়ারে ৭৮টি ম্যাচ খেলেছেন। মোট ২৩৩৪ রান করেছেন তিনি। নিজের আইপিএল কেরিয়ারে ১৩টি অর্ধশতরান ও এই একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সচিন। যদিও সচিনের শতরান হওয়া ম্যাচে মুম্বই হেরে গিয়েছিল। কোচির হয়ে ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ৩৬ বলে ৫৬ রান করেছিলেন মাহেলা জয়বর্ধনে। কোচি মুম্বইকে সেই ম্যাচে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল।
মুম্বইয়ের খারাপ হাল
একেই টানা হার। তার ওপর আবার গোদের ওপর বিষফোঁড়া স্লো ওভার রেট। তাও আবার টানা ২ ম্যাচে। যার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা গুনতে হল রোহিত শর্মাকে (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সের বাকি প্লেয়ারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে আরও একটি ম্যাচে যদিও এই রকম স্লো ওভার রেটের কবলে পড়তে হয় রোহিতকে। তবে একটি ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি। এমনকী ৩০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাঁর। একই পরপর হার। তার ওপর এভাবে স্লো ওভার রেটের কবলে পড়ে চাপ বাড়ল রোহিত ও মুম্বইয়ের।