Babar Azam ODI Record: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত সেঞ্চুরি, আমলা, বিরাটকে টপকালেন বাবর আজম
Babar Azam ODI Record: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৮৩ বলে ১১৪ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। নিজের ওয়ান ডে কেরিয়ারের ১৫তম শতরান হাঁকালেন বাবর।
লাহোর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত শতরান। বাবর আজমের (Babr Azam) ব্যাটে ক্যাঙ্গারু বধ পাকিস্তানের (Pakistan)। একইসঙ্গে ব্য়াটে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি ও হাসিম আমলাকে টপকে গেলেন বাবর (Babar Azam)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৮৩ বলে ১১৪ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। নিজের ওয়ান ডে কেরিয়ারের ১৫তম শতরান হাঁকালেন বাবর। মাত্র ৮৩ ইনিংসে নিজের ১৫তম আন্তর্জাতিক ওয়ান ডে শতরান হাঁকালেন পাকিস্তান অধিনায়ক। এই ফর্ম্যাটে যে কোনও ব্যাটার হিসেবে দ্রুততম যা।
বাবর টপকালেন আমলা, বিরাটকে
এর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাসিম আমলা ৮৬ ইনিংসে নিজের ১৫ তম ওয়ান ডে শতরান হাঁকিয়েছিলেন। ওয়ান ডে ফর্ম্য়াটে দ্রুততম ১৫টি শতরান হাঁকানোর ক্রিকেটার হিসেবে প্রথম পাঁচে যারা রয়েছে সেই তালিকা এক নজরে -
বাবর আজম (পাকিস্তান) - ৮৩ ইনিংস
হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা) - ৮৬ ইনিংস
বিরাট কোহলি (ভারত) - ১০৬ ইনিংস
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) - ১০৮ ইনিংস
শিখর ধবন (ভারত) - ১০৮ ইনিংস
এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমটের দুরন্ত শতরানের ওপর ভর করে বোর্ডে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। বাবর ছাড়াও শতরান হাঁকান ইমাম উল হক। বাবর আজম ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১৪ রানের ইনিংস খেলেন। ৯৭ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ইমাম উল হক। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ইমাম। ওপেনার ফাখর জামান ৬৭ রানের ইনিংস খেলেন।