Punjab Kings vs Gujrat Titans Live Updates : শেষ দু'বলে জোড়া ছক্কায় গুজরাটকে জেতালেন রাহুল তেওয়াতিয়া
PBKS VS GT : গুজরাটের বিরুদ্ধে পাঞ্জাবের জার্সিতে এবারের আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নামছেন জনি বেয়ারস্টো।

Background
মুম্বই : আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাট টাইটান্স (Gujrat Titans)। ব্রাবোর্ন স্টেডিয়ামে (Brabone Stadium) মুখোমুখি হচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের (IPL 2022) মঞ্চে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট এখনও পর্যন্ত দুটো ম্যাচে খেলে দুটোতেই জিতেছে। ব্যাটে-বলে অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) রয়েছেন দুরন্ত ছন্দে। ব্যাটার শুভমন গিল (Subhman Gill), রাহুল তেওয়াতিয়া (Rahul Tewatia) থেকে বোলিংয়ে মহম্মদ শামি (Mohammed Shami), লোকি ফার্গুসন (Locki Ferguson), রশিদ খান (Rashid Khan) সমৃদ্ধ দুরন্ত স্কোয়াড গুজরাটের। আইপিএলের মঞ্চে নেমেই জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে তারা।
অপরদিকে, এখনও পর্যন্ত তিনটি ম্যাচে খেলে দুটিতে জিতেছে পাঞ্জাব কিংস। মায়াঙ্ক আগারওয়ালের (Mayank Agarwal) নেতৃত্বাধীন স্কোয়াড ক্রমশ ছন্দ ধরছে। ব্যাটিংয়ে অধিনায়ক মায়াঙ্কের পাশাপাশি শিখর ধবন (Shikhar Dhawan), শাহরুখ খানরা রয়েছেন ছন্দে। এদিনের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে চলতি আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নামছে জনি বেয়ারস্টো (Johnny Bairstow)। পাঞ্জাব শিবিরের বোলিং সামলাবেন কাগিসো রাবাদা (Kagiso Rabada), রাহুল চাহার (Rahul Chahar), অর্শদীপ সিংহরা।
Punjab Kings Vs Gujrat Titans Live : জোড়া ছক্কায় বাজিমাত তেওয়াতিয়ার
জোড়া ছক্কায় বাজিমাত তেওয়াতিয়ার। শেষ দু'বলে দুটো ছক্কায় গুজরাটকে জেতালেন রাহুল তেওয়াতিয়া। ৬ উইকেটে ম্যাচ জিতল গুজরাট।
Punjab Kings Vs Gujrat Titans Live Updates : শুবমনের শানদার ৯৬
শতরান হাতছাড়া শুবমনের। ৫৯ বলে ১১টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৯৬ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। ১৯ ওভারের শেষের পাঞ্জাবের স্কোর ১৭১ রান। শেষ ওভারে জিততে গুজরাটের লাগবে ২০ রান।




















