Shashank Singh: শ্রেয়স নয়, রোহিতের নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে আছেন শশাঙ্ক সিংহ
IPL 2025: অনেক ম্য়াচ একেবারে হাল ছেড়ে দেওয়া পরিস্থিতি থেকে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন ধুমধারাক্কা মারে। তিনি শশাঙ্ক সিংহ। দ্য রিয়াল শশাঙ্ক সিংহ।

মোহালি: তাঁকে নাকি ভুল করে দলে নিয়ে নিয়েছিল পাঞ্জাব কিংস। সেই নিয়ে বিতর্কও হয়েছিল। তবে তিনি সেই আস্থার মর্যাদা রেখেছিলেন। পাঞ্জাবকে গত মরসুমে অনেক ম্য়াচেই মিডল অর্ডারে নেমে জিতিয়েছিলেন। অনেক ম্য়াচ একেবারে হাল ছেড়ে দেওয়া পরিস্থিতি থেকে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন ধুমধারাক্কা মারে। তিনি শশাঙ্ক সিংহ। দ্য রিয়াল শশাঙ্ক সিংহ। এবার নিলামের আগে তাঁকে রিটেন করেছে প্রীতি জিন্টার দল। আসন্ন আইপিএলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতে দেখা যাবে শশাঙ্ককে। কিন্তু এক সাক্ষাৎকারে ডানহাত এই ব্যাটার বলছেন, রোহিত শর্মার নেতৃত্বে খেলা তাঁর কাছে স্বপ্ন। অন্তত জীবনে একবার রোহিত শর্মার নেতৃত্বে খেলতে চান বলে জানিয়েছেন শশাঙ্ক।
শুভঙ্ক মিশ্রামর ইউটিউব চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়ে শশাঙ্ক বলছেন, ''রোহিত শর্মা দুর্দান্ত বুদ্ধিমান অধিনায়ক। সবাই বলে যে তিনি তাঁর প্লেয়ারদের পাশে থাকেন সবসময়। রোহিত ভাইয়ের ওয়ান লাইনারগুলো ভীষণ মজাদার হয়। আমাকে যদি প্রশ্ন করা হয়, তবে আমি বলব রোহিত শর্মা এমন একজন যাঁর অধিনায়কত্বে খেলতে চাই আমি। তিনি মুম্বইয়ের প্লেয়ার। আমি ওঁনার সঙ্গে একটি ম্যাচ খেলেছিলাম। যদিও তখন তিনি ক্যাপ্টেন ছিলেন না। আমি তাঁর অধিনায়কত্বে খেলতে চাই। এটাই আমার ইচ্ছে।''
রোহিত বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটের অধিনায়ক। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন অধিনায়ক হিসেবে। এরপরই কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন হিটম্য়ান। রোহিত আইপিএলেও অধিনায়ক হিসেবে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্য়াম্পিয়ন করেছেন। আগামী আইপিএল মরশুমে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে আইপিএলে খেলতে চলেছে মুম্বই। ধরমশালায় মুম্বই বনাম দিল্লি ম্য়াচে হয়ত রোহিত ও শশাঙ্ককে একে অপরের মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে।
কেকেআরের ওপেনিংয়ে কারা নামবেন?
সুনীল নারাইনের ইনিংস ওপেন করা নিশ্চিত। আইপিএলে ১৬৫.৮৩ স্ট্রাইক রেট রেখে রান করেছেন ক্যারিবিয়ান তারকা। আইপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। আন্দ্রে রাসেল ও হেনরিখ ক্লাসেনের পরই। শনিবার কেকেআরের প্রস্তুতি ম্য়াচে নারাইন ব্যাট করেননি। তিনি সেই ম্যাচে খেলেননি। বরং জোর দিয়েছেন বোলিং প্রস্তুতিতে। কেকেআরের প্র্যাক্টিস ম্যাচ চলাকালীন স্পিন বোলিং কোচ কার্ল ক্রো-র সঙ্গে বোলিং করে গিয়েছিলেন নারাইন। তবে রবিবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে কেকেআরের প্র্যাক্টিসে ব্যাট হাতে তাণ্ডব চালান তিনি। আরসিবি-র বিরুদ্ধে নারাইনই যে নাইট ওপেনার, স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে কেকেআর শিবির থেকে। সঙ্গে দেখা যেতে পারে কুইন্টন ডি কককে। প্রস্তুতি ম্যাচে ২২ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। প্রোটিয়া ব্যাটার দারুণ ছন্দে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
