IPL 20222: নিলামে নজর কাড়ল পঞ্জাব কিংস, কেমন হল তাঁদের ২৫ জনের দল?
IPL 20222: এবারের নিলামে টেবিলে দেখা যায়নি প্রীতিকে। তবে গতকাল থেকেই একের পর এক প্লেয়ারকে বাছাই করে চমক দেখিয়েছে পঞ্জাব। বাংলার ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়কে দলে নিয়েছে পঞ্জাব।
বেঙ্গালুরু: নিলামের আগে এবার পঞ্জাব কিংস রিটেন করেছিল ময়ঙ্ক অগ্রবাল, অর্শদীপ সিংহকে। কিন্তু নিলামের পর আরও ২৩ জন প্লেয়ারকে দলে নিয়ে নিল প্রীতি জিন্টার দল। এবারের নিলামে টেবিলে দেখা যায়নি প্রীতিকে। তবে গতকাল থেকেই একের পর এক প্লেয়ারকে বাছাই করে চমক দেখিয়েছে পঞ্জাব। বাংলার ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়কে দলে নিয়েছে পঞ্জাব। নিলামের পরও ৩ কোটি ৪৫ লক্ষ টাকা ঝুলিতে রয়েছে পঞ্জাব কিংসের।
এক নজরে দেখে নেওয়া যাক পঞ্জাব কিংসের পূর্ণাঙ্গ দল -
ব্যাটার
ময়ঙ্ক অগ্রবাল, শিখর ধবন, ভানুকা রাজাপক্ষে
উইকেট কিপার ব্যাটার
প্রভসিমরণ সিংহ, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা
অলরাউন্ডার
রাজ অঙ্গদ বাওয়া, অংশ পটেল, শাহরুখ খান, ঋত্বিক চট্টোপাধ্যায়, বেন হওয়েল, ওডেন স্মিথ, প্রেরেক মাঁকড়, লিয়াম লিভিংস্টোন, ঋষি ধবন, হরপ্রীত ব্রার, অথর্ব তাইডে
বোলার
অর্শদীপ সিংহ, রাহুল চাহার, ভৈভব আরোরা, সন্দীপ শর্মা, বালটেজ সিংহ, কাগিসো রাবাদা, নাথান এলিস, ঈশান পোড়েল
এদিকে, প্রথমবার আইপিএলে দল পেয়ে বেজায় খুশি বাংলার ঋত্বিক চট্টোপাধ্যায়। বারবার আইপিএলের নিলামে (IPL Auction 2022) নাম দিতেন। তাঁর জন্য বরাদ্দ থাকত শুধু উপেক্ষা। যন্ত্রণা আরও বাড়িয়ে দিত কারণ, তাঁর নাম নিলামের টেবিলে তোলাই হতো না।
রবিবার সন্ধ্যায় যখন পঞ্জাব কিংস (Punjab Kings) তাঁর জন্য দর হাঁকল, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না ঋত্বিক চট্টোপাধ্যায় (Erittick Chatterjee)। রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলার জন্য বাংলার অলরাউন্ডার এখন রয়েছেন কটকে। ঋত্বিক বললেন, 'প্রত্যেকবারই অনেক আশা নিয়ে নিলামে নাম দিতাম। কিন্তু আনসোল্ড থাকা তো দূরের কথা, নামই উঠত না। এবার নাম উঠতে দেখে অবাকই হয়েছিলাম। সত্যি কথা বলতে কী, আমি দল পাওয়ার ব্যাপারে আশা ছেড়ে দিয়েছিলাম। ২০১৬-১৭ মরসুমে যেবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, ভেবেছিলাম আইপিএলে দল পাব। সেবারই কেউ আগ্রহ দেখায়নি।'
ব্যাটের হাত ভাল। রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি অফস্পিন করে উইকেটও তোলেন। সঙ্গে দুরন্ত ফিল্ডার। ঋত্বিকের ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। সেই টাকাতেই বাংলার ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে নিয়েছে প্রীতি জিন্টার দল। ঋত্বিক বলছেন, 'এটা বিরাট সুযোগ। আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করতে চাই। নিজের সেরাটা দেব।'