PBKS vs RCB Live: কেকেআরের রেকর্ড ভেঙে ঐতিহাসিক জয়, পঞ্জাব কিংসকে দুরমুশ করে আইপিএল ফাইনালে আরসিবি
IPL 2025 Semi final Q1 Live Updates: আইপিএলে মুখোমুখি সাক্ষাতে ১৭ বার জিতেছে আরসিবি, আর ১৮ বার জয়ের হাসি হেসেছে পঞ্জাব কিংস।

Background
চণ্ডীগড়: আইপিএলের (IPL 2025) প্রথম কোয়ালিফায়ার আজ। যে জিতবে তারাই ফাইনালে সরাসরি প্রবেশ করবে। এই পরিস্থিতিতে আজ পঞ্জাব বনাম আরসিবি (PBKS vs RCB) আমনে সামনে হতে চলেছে। এমন দুটো দলের দ্বৈরথ, যারা এর আগে কোনওবার খেতাব ঘরে তুলতে পারেনি। শ্রেয়স আইযারের নেতৃত্বে এবার খেলছে পঞ্জাব কিংস। অন্য়দিকে রজত পাতিদারের নেতৃত্বে এবার খেলছে আরসিবি। যদিও শেষ দুই ম্য়াচে জিতেশ শর্মা এই দলের নেতৃত্বভার সামলেছিলেন।
এর আগে পঞ্জাব কিংস যখন কিংস ইলেভেন পঞ্জাব নামে পরিচিতি ছিল, তখন ২০১৪ সালে ফাইনালে খেলেছিল আইপিএলের। সেবার গৌতম গম্ভীরের কেকেআরের বিরুদ্ধেই হেরে যেতে হয়েছিল তাঁদের। ঋদ্ধিমান সাহার অপরাজিত সেঞ্চুরিও ম্লান হয়ে গিয়েছিল মণীশ পাণ্ডের দুরন্ত ইনিংসের সৌজন্য। অন্য়দিকে ২০০৯, ২০১১ ও ২০১৬ তিনবার ফাইনাল খেলেছে। শেষবার ২০১৬ সালে বিরাট কোহলিও দুর্দান্ত ফর্মে ছিলেন। সেবার ৯৭৩ রান এক মরশুমে নিজের নামের পাশে যোগ করেছিলেন কোহলি। তবুও আরসিবিকে চ্যাম্পিয়ন করতে পারেননি।
১১ মরশুম আগে পঞ্জাব কিংস যখন কেকেআরের বিরুদ্ধে হেরে গিয়েছিল আইপিএল ফাইনালে, তারপর থেকে এই দল আর কোনওদিন ফাইনাল খেলতে পারেনি। কিন্তু এবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে একেবারে নতুনরুপে দেখা গিয়েছে তাদের। রিকি পন্টিংয়ের কোচিং। দলের মার্কাস স্টোইনি, মার্কো ইয়েনসেন, যুজবেন্দ্র চাহালের মত তারকার সঙ্গে ফর্মে থাকা শশাঙ্ক সিংহ মিডল অর্ডারে ভরসা জোগাচ্ছেন প্রতি ম্য়াচে। শ্রেয়স নিজে ফর্মে রয়েছে। আবার তরুণ ওপেনার জুটি প্রিয়াংশ ও প্রভসিমরন মিলে শুরুতেই একটা আক্রমণাত্মক ইনিংসের ভিত গড়ে তুলছেন।
আরসিবির ছবিটা অবশ্য আলাদা। ২০২০ সাল থেকে ছয়বারের মধ্য়ে পাঁচবার প্লে অফের টিকিট নিশ্চিত করেছে তারা। যদিও প্রথম দুইয়ে কোনওবার জায়গা পাকা করে প্লে অফে উঠতে পারেনি গত চারবারে। এই প্রথমবার তারা প্রথম দুইয়ে শেষ করেছে। এবার ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউডদের দলে নিয়ে বোলিং লাইন আপকে অনেক শক্তিশালী করেছে আরসিবি। কেকেআরের ফিল সল্ট এবার খেলছেন আরসিবির জার্সিতে। বিরাটের সঙ্গে তাঁর জুটিও হিট ওপেনিংয়ে। এছাড়া মিডল অর্ডারে ক্রুণাল পাণ্ড্য ও রোমারিও শেফার্ডরা ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ সময়ে দলের স্বার্থে দারুণভাবে পারফর্ম করছেন। আজ চাহাল খেলবেন কি না ঠিক নেই। আরসিবির প্রাক্তনী কিন্তু পঞ্জাবের জার্সিতে এই ম্য়াচে জ্বলে উঠতে চাইবেন মাঠে নামতে পারলে।
PBKS vs RCB Live Score: ঐতিহাসিক জয়
৬০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল আরসিবি। আইপিএল প্লে-অফের ইতিহাসে এটিই বলের নিরিখে দ্রুততম জয়। গত বছর ফাইনালে কেকেআর ৫৭ বল বাকি থাকতে জিতেছিল। সেই রেকর্ড ভেঙে দিল আরসিবি। ৫৬ রানে অপারিজত রইলেন ফিল সল্ট।
PBKS vs RCB Live Updates: সল্টের অর্ধশতরান
২৩ বলে নিজের আইপিএল কেরিয়ারের দ্রুততম অর্ধশতরান পূরণ করে ফেললেন ফিল সল্ট। দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্রিটিশ তারকা।




















