Ashwin On WTC: দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও কেন জিততে পারেনি ভারত? বিস্ফোরক দাবি অশ্বিনের
WTC Final: ২০২১ সালের ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং তার দু’বছর পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল।

চেন্নাই: ভারতীয় ক্রিকেট দল ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে । দু’বারই তাদের বিশাল পরাজয় বরণ করতে হয়েছে । সেই ফাইনালগুলির মধ্যে একটিতে রবিচন্দ্রন অশ্বিনও (ravichandran ashwin) খেলেছিলেন । অশ্বিন এবার বিস্ফোরক কথা বললেন । জানালেন, কেন টিম ইন্ডিয়া ২ বার ফাইনালে পৌঁছেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হতে পারল না ।
কিংবদন্তি অফস্পিনার এর জন্য IPL-কে দায়ী করেছেন । ২০২১ সালের ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং তার দু’বছর পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল ।
IPL-কে দায়ী করলেন
নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করার সময় রবিচন্দ্রন অশ্বিন বলেন যে IPL-এর ঠিক পরেই ভারতীয় দল ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে । তিনি বলেন যে IPL-এর পরেই ফাইনাল খেলা সহজ নয় এবং এই কারণেই ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারেনি । ভারতের প্রাক্তন অফস্পিনার বলেন যে, টেস্ট ক্রিকেটকে পর্যাপ্ত সম্মান দেওয়া উচিত এবং এর জন্য প্রচুর অনুশীলন করাও জরুরি ।
ওয়েস্ট ইন্ডিজ় দলের খারাপ অবস্থার কারণ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টেস্ট তৃতীয় দিনেই শেষ হয়ে গিয়েছিল । সেই ম্যাচে টিম ইন্ডিয়া ইনিংস ও ১৪০ রানে জয়ী হয়েছিল । দ্বিতীয় টেস্টেও ক্যারিবিয়ান দলের অবস্থা ভাল নয় । রবিচন্দ্রন অশ্বিন ওয়েস্ট ইন্ডিজ় দলের খারাপ অবস্থার কারণ হিসেবে ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটকে দায়ী করেছেন ।
অশ্বিন বলেন, "ওয়েস্ট ইন্ডিজ় যে দৃষ্টিভঙ্গি নিয়ে টেস্ট ক্রিকেটকে দেখছে, সেটাই সবচেয়ে বড় সমস্যা । ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ়ের খেলোয়াড়েরা ২২শে সেপ্টেম্বর পর্যন্ত CPL-এ ব্যস্ত ছিল । CPL শেষ হওয়ার কয়েক দিন পরেই ওরা এখানে চলে আসে । ওদের প্রস্তুতির জন্য কত দিন সময় পাওয়া গিয়েছিল । দল কোনও নতুন প্রস্তুতিই নেয়নি ।"
View this post on Instagram




















