RCB vs PBKS Live: ১৮ তম বছরে এসে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, মাঠেই কাঁদলেন বিরাট
RCB vs PBKS Live Updates: মুম্বইয়ের বিরুদ্ধে রবিবার ম্য়াচের দিনও বৃষ্টি হয়েছে। ওভার সংখ্যা না কমালেও ২ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের। আর ফাইনালের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমদাবাদে।

Background
আরসিবি ও পঞ্জাব কিংস। দুটো দলের কোনও দলই এখনও পর্যন্ত আইপিএলে একবারও ট্রফি জিততে পারেনি। চারবার ফাইনালে উঠেও শেষে খেতাব ঘরে তুলতে পারেনি আরসিবি। অন্য়দিকে ২০১৪ সালের পর ফের একবার ফাইনালে জায়গা করে নিয়েছে পঞ্জাব কিংস। রজত পাতিদারের নেতৃত্বে এবার আরসিবি লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নিয়েছিল আরসিবি। অন্যদিকে পঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্লে অফে জায়গা করে নিয়েছিল। যদিও প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাবকে হারিয়ে দিয়েছিল আরসিবি। কিন্তু মুম্বইয়কে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পঞ্জাব কিংস।
মুম্বইয়ের বিরুদ্ধে রবিবার ম্য়াচের দিনও বৃষ্টি হয়েছে। ওভার সংখ্যা না কমালেও ২ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের। আর ফাইনালের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমদাবাদে। স্থানীয় আবহাওয়া সূত্র বলছে, ফাইনালের দিন ৬২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে। আর্দ্রতা ৪৫ শতাংশ। প্রায় ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টি যদি নাও হয়, বারবার বৃষ্টি ম্য়াচে তাল কাটতে পারে।
কিন্তু যদি পুরো বৃষ্টিতে ম্য়াচ ভেস্তে যায়? কোয়ালিফায়ারের জন্য রিজার্ভ ডে ছিল না। বিসিসিআই অবশ্য আইপিএল ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে। ৪ জুন ফাইনালের রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
RCB vs PBKS Live Updates: আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
৬ রানে পঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। খেতাব জিতে মাঠেই কেঁদে ফেললেন বিরাট।
RCB vs PBKS Final Live: এক ওভারে ওয়াধেরা ও স্টোইনিসকে ফেরালেন ভুবি
এক ওভারে পরপর দুটো উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। প্রথমে নেহাল ওয়াধেরা ও পরে মার্কাস স্টোইনিসকে আউট করে দিলেন তারকা পেসার।




















