এক্সপ্লোর
RCB vs RR, Toss Update: বিরাটদের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিং করছে রাজস্থান
রাজস্থানের অধিনায়ক স্মিথ বলেন, ‘দিনের ম্যাচ। প্রথমে ব্যাট করে নেওয়াটা ভাল বিকল্প বলেই মনে হয়েছে।’

দুবাই: বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিং করছে রাজস্থান রয়্যালস। আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেনি রাজস্থান। বেন স্টোকসের সঙ্গে ইনিংস ওপেন করছেন রবিন উথাপ্পা। টসের পর কোহলি বলেন, ‘এই ম্যাচের পিচটা বেশ ভাল লাগছে। অন্তত শারজার চেয়ে বাইশ গজ অনেক ভাল। আশা করছি ভাল ম্যাচ হবে। মহম্মদ সিরাজের বদলে খেলছে গুরকিরাত সিংহ মান। শিবম দুবে খেলছে না। ওর পরিবর্তে প্রথম ম্যাচ খেলছে শাহবাজ আমেদ।’ রাজস্থানের অধিনায়ক স্মিথ বলেন, ‘দিনের ম্যাচ। প্রথমে ব্যাট করে নেওয়াটা ভাল বিকল্প বলেই মনে হয়েছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















