IPL 2025: কেন দিল্লি ক্যাপিটালস ছাড়লেন পন্থ? নিলামের আগে নিজেই মুখ খুললেন ঋষভ
Rishabh Pant Replies to Gavaskar: কিংবদন্তি সুনীল গাওস্করের মতে বেতন নিয়ে বিবাদের জেরেই ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছেন।
নয়াদিল্লি: আইপিএলের মেগা নিলাম (IPL Auction 2025) ঘিরে উত্তেজনা তুঙ্গে। এবারের নিলামের মূল আকর্ষণগুলির অন্যতম হল ঋষভ পন্থ (Rishabh Pant)। শুরু থেকেই পন্থ দিল্লি ক্যাপিটালসের (Dellhi Capitals) হয়ে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। তবে এবার তাঁকে রাজধানীর ফ্রাঞ্চাইজি রিটেন করেনি। ফলে নিলামে উঠতে চলেছেন পন্থ। কিংবদন্তি সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মতে বেতন নিয়ে বিবাদের জেরেই পন্থ দিল্লি ছেড়ে দিয়েছেন। এবার গাওস্করের অভিযোগের জবাব দিলেন তারকা ক্রিকেটার।
পন্থ নিজের সোশ্যাল মিডিয়ায় গাওস্করের অভিযোগের জবাব দেন। ঠিক কী কারণে তিনি দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন, তা না জানালেও, সেটা যে টাকার কারণে নয়, সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন পন্থ। তিনি লেখেন, 'আমার রিটনশনের বিষয়টা (রিটেন না হওয়া) একেবারেই যে টাকার জন্য ছিল না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি।'
My retention wasn’t about the money for sure that I can say 🤍
— Rishabh Pant (@RishabhPant17) November 19, 2024
এর আগে নিলামে ঋষভ পন্থ প্রসঙ্গে গাওস্কর দাবি করেছিলেন, 'নিলামে কী হয় না হয়, সেটা সম্পূর্ণ সেই সময়ের ওপর নির্ভরশীল। তাই কী হবে আমরা আগে থেকে বলতে পারব না। তবে আমার মনে হয় দিল্লি নিঃসন্দেহে আবারও ঋষভ পন্থকে দলে নিতে চাইবে। অনেক সময় রিটেনশনের ক্ষেত্রে রিটেন হওয়া খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বেতন নিয়ে আলোচনা হয়। লক্ষ্য করলে বোঝা যাবে যে অনেক ক্রিকেটারদেরই তাদের ফ্র্যাঞ্চাইজিরা তুলনামূলক বাড়তি দাম দিয়ে দলে ধরে রেখেছে। হয়তো এই নিয়ে কিছু মতান্তর হয়েছিল। তবে আমার মনে হয় দিল্লি অবশ্যই পন্থের জন্য ঝাঁপাবে। কারণ ওদের তো একজন অধিনায়কেরও দরকার। ঋষভ পন্থ দলে না থাকলে ওদের সেক্ষেত্রে নতুন অধিনায়কও খুঁজতে হবে। তাই ওরা ঋষভের জন্য ঝাঁপাবে।'
দিল্লি ক্যাপিটালস মেগা নিলামের আগে মোট ৪৩.৭৫ কোটি টাকায় চার ক্রিকেটারকে রিটেন করেছে। নিলামে খেলোয়াড় কেনার জন্য তাই রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ৭৬.২৫ কোটি টাকা নিয়ে নামবে। গাওস্করের কথামতো তারা পন্থের জন্য ঝাঁপায় কি না, সেটা কিন্তু দেখার বিষয় হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে খেলবেন না রোহিত? তাঁর বদলে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কে?