Rishabh Pant: 'ছোট ভাই' ঋষভকে আবেগঘন বিদায়বার্তা DC কর্নধার জিন্দালের, 'পরিবার'-র উদ্দেশে কী লিখলেন পন্থ?
IPL Auction 2025: রেকর্ড ২৭ কোটি টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্টস আইপিএল নিলামে ঋষভ পন্থকে কিনে নিয়েছে।
নয়াদিল্লি: এবারের আইপিএল নিলামে (IPL Auction 2025) যে কয়জন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি আগ্রহ ছিল, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নিলাম টেবিলে তারকা ক্রিকেটারের জন্য ঝড় ওঠে। ভেঙে যায় সব রেকর্ড। পন্থকে সর্বকালীন রেকর্ড ২৭ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। আসন্ন আইপিএলে তাঁকে নতুন দলের জার্সি গায়ে চাপিয়েই মাঠে নামতে দেখা যাবে।
২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলেছেন পন্থ। দলকে নেতৃত্বও দিয়েছেন। নতুন জার্সিতে পন্থকে আইপিএলে দেখার জন্য মুখিয় রয়েছেন লখনউয়ের সমর্থকরা। তবে দিল্লি ছিল তাঁর পরিবারের মতো। সেই পরিবার থেকে আলাদা হয়ে আবেগঘন পন্থ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বিদায় জানানোটা একেবারেই সহজ নয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার সফরটা দুর্দান্ত ছিল। মাঠের উত্তেজনা থেকে মাঠের বাইরের না না স্মৃতি, আমি বিভিন্নভাবে আরও উন্নত হয়েছি, যা আমার কল্পনাতীত। টিনএজার হিসাবে দলে যোগ দিয়ে বিগত নয় বছরে অনেক কিছু শিখেছি।'
তিনি আরও যোগ করেন, 'এই সফরটা আপনারা, সমর্থকরাই আরও মিষ্টিমধুর করে তুলেছেন। আপনারা আমার হয়ে গলা ফাটিয়েছেন, আমাকে আপন করে নিয়েছেন, জীবনের কঠিনতম সময়ে আমার সঙ্গে থেকেছেন। আপনাদের ভালবাসা ও সমর্থন আমার মনে থাকবে। মাঠে নেমে সুযোগ পেলে সবসময় আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব আমি। আমার পরিবার হিসাবে পাশে থাকা এবং সফরটাকে বিশেষ করে তোলার জন্য অনেক ধন্যবাদ।'
.@DelhiCapitals 🙌#RP17 pic.twitter.com/DtMuJKrdIQ
— Rishabh Pant (@RishabhPant17) November 26, 2024
পন্থকে কিন্তু নিলামে পুনরায় দলের নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল দিল্লি। আরটিএম কার্ড ব্যবহারও করেছিল, তবে দাম আরও বাড়ায় তা আর সম্ভব হয়নি। তাঁর বিদায়ে আবেগঘন ক্যাপিটালসের অন্যতম কর্নধার পার্থ জিন্দালও (Parth Jindal)। পন্থের উদ্দেশে তিনি লেখেন, 'ঋষভ তুমি আমার ছোট ভাই ছিলে এবং সবসময় থাকবে। আমি সবসময় চেষ্টা করেছি যাতে তুমি আনন্দে থাক এবং তোমায় নিজের পরিবারের অংশ মনে করেছি। তোমায় বিদায়বেলায় আমি অত্যন্ত দুঃখিত। আশা করি আমার কোন একদিন আবার এক হব। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ ঋষভ এবং আমরা সবসময় তোমায় ভালবাসব। বিশ্বে তোমার আরও নাম হোক, তোমার উন্নতি হোক।'
To Rishabh @RishabhPant17 you are and will always remain my younger brother - from the bottom of my heart I love you and I have tried everything to make sure you are happy and have treated you like my family. I am very sad to see you go and I am very emotional about it. You will…
— Parth Jindal (@ParthJindal11) November 26, 2024
ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা বাদে পার্থ সবসময় পন্থের হয়ে গলা ফাটাবেন বলেও জানান। তাঁর ও দিল্লি ক্যাপিটালসের বিচ্ছেদটা যে উভয় পক্ষের জন্যই বেশ আবেগঘন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ১৩ বছর বয়সেই কোটিপতি, নিলামে ইতিহাস তৈরি করা বৈভব কি বয়সের মাপকাঠিতে আদৌ আইপিএলে খেলার যোগ্য?