![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rishabh Pant: আইপিএল শুরুর আগে ফিটনেস ফিরে পেতে জিমে কড়া কসরত ঋষভ পন্থের, ভাইরাল ভিডিও
Rishabh Pant Fitness: পন্থ নিজের ফিটনেস ফিরে পেতেও কাজ চালানোর পাশাপাশি ব্যাটিং, দৌড়ানোর পাশাপাশি কিপিং অনুশীলনটাও শুরু করেছেন বলে জানান দিল্লি ক্যাপিটালস কর্ণধার পার্থ জিন্দাল।
![Rishabh Pant: আইপিএল শুরুর আগে ফিটনেস ফিরে পেতে জিমে কড়া কসরত ঋষভ পন্থের, ভাইরাল ভিডিও Rishabh Pant pushes limits as IPL 2024 COMES Closer, watch video Rishabh Pant: আইপিএল শুরুর আগে ফিটনেস ফিরে পেতে জিমে কড়া কসরত ঋষভ পন্থের, ভাইরাল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/884c74f9359586317f9abd1a122d02e51709046947079507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে ২০২৪ সালের আইপিএল (IPL 2024)। গাড়ি দুর্ঘটনার পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে আসন্ন আইপিএলেই যে তিনি প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন, তা কার্যত নিশ্চিত। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তরফেও পন্থের আইপিএল খেলার বিষয়ে জানানো হয়। মেগা টুর্নামেন্টের আগে নিজের ফিটনেস ফিরে পেতে মরিয়া তারকা কিপার-ব্যাটার।
সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে পন্থ দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কসরত করছেন পন্থ। সময়ে সময়ে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের না না আপডেটও দেন। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের কড়া জিম সেশনের একটি ভিডিও আপলোড করলেন পন্থ। ভিডিওর ক্যাপশনে পন্থ লেখেন, 'পুশিং দ্য লিমিটস' অর্থাৎ নিজের ক্ষমতার শেষ সীমার উর্ধ্বে যাওয়ার প্রচেষ্টা।
Pushing the limits 💪#RP17 pic.twitter.com/XyDmSWic3H
— Rishabh Pant (@RishabhPant17) February 27, 2024
পন্থ যে আসন্ন আইপিএলে খেলবেন এবং তিনিই যে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন তা ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের তরফে জানানো হয়েছে। পন্থ নিজের ফিটনেস ফিরে পেতেও কাজ চালানোর পাশাপাশি ব্যাটিং, দৌড়ানোর পাশাপাশি কিপিং অনুশীলনটাও শুরু করেছেন বলে জানান জিন্দাল। তবে তিনি টুর্নামেন্টের প্রথমার্ধে কিপিং করবেন না বলেই খবর। ধীরে ধীরে তাঁকে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। তবে তিনি যে টুর্নামেন্টের শুরু থেকেই দলকে নেতৃত্ব দেবেন, সেই বিষয়ে আত্মবিশ্বাসী ক্যাপিটালসের কর্ণধার।
পন্থ ২০১৬ মরশুম থেকে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ সদস্য। তিনি মেগা টুর্নামেন্টে ইতিমধ্যে ৯৮টি ম্যাচ খেলে ১৪৭-র অধিক স্ট্রাইক রেট ও ৩৪.৬১ গড়ে মোট ২৮৩৮ রান করে ফেলেছেন। গত বছর দুর্ঘটনার পর আইপিএল খেলা হয়নি, তবে নতুন মরশুমে তিনি নিশ্চয়ই নিজের সেরাটা উজাড় করে দিতে মরিয়া হয়ে মাঠ নামবেন। তবে ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু দিল্লি শুরুর দিকে নিজেদের ম্যাচ খেলতে পারবে না।
আইপিএলের প্রথম দফার সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রথম ২১টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ পড়েছে দিল্লি ক্যাপিটালসের। যার মধ্যে তিনটি অ্যাওয়ে ম্যাচ। আর দুটি হোম ম্যাচ। তবে দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ ফেলা হয়েছে বিশাখাপত্তনমে। খবর অনুযায়ী অরুণ জেটলি স্টেডিয়াম আইপিএল -র শুরুর দিকে প্রস্তুত থাকবে না বলেই নাকি এই সিদ্ধান্ত। উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-র ফাইনাল আয়োজিত হবে এই স্টেডিয়ামে। ১৭ মার্চ হবে ডব্লিউপিএলের ফাইনাল। তার ঠিক পাঁচদিনের মাথায় আইপিএল শুরু। দ্রুত আইপিএলের জন্য মাঠ তৈরি করা যাবে না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: মাত্র ৩৩ বলেই সেঞ্চুরি, টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বরেকর্ড নামিবিয়া তারকার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)