IPL 2024: এখনও ফিট নন পন্থ! দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে নিয়ে ধোঁয়াশা অব্য়াহত
Rishabh Pant: দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ঋষভ পন্থ ৫ মার্চের মধ্যেই ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবেন। তবে তিনি এখনও সেটা পাননি বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে।
নয়াদিল্লি: ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার পর থেকে ঋষভ পন্থ (Rishabh Pant) কোনওরকম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তবে আসন্ন আইপিএলের (IPL 2024) মাধ্যমেই তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। পন্থই দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) নেতৃত্ব দেবেন বলেও দলের অন্যতম কর্ণধার জানিয়ে দিয়েছিলেন। তবে পন্থের ফিটনেস নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরই পন্থ আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন দলের অধিনায়ক ৫ মার্চের মধ্যেই ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবেন। তবে তিনি এখনও সেটা পাননি বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। এই সার্টিফিকেট না পাওয়ায় দিল্লি ক্যাপিটালস সরকারিভাবে পন্থকে নিজেদের স্কোয়াডে নিতেও পারছে না। ফলে তাঁকে নিয়ে জল্পনা অব্যাহত।
২২ মার্চ থেকে এবারের আইপিএল মরশুম শুরু হবে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তাই স্বাভাবিকভাবেই পন্থকে নিয়ে দিল্লি সমর্থকরা চিন্তায়। যদি একান্তই এই সার্টিফিকেট না পাওয়া যায়, তাহলে উপায় কী? শোনা যাচ্ছে সেক্ষেত্রে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির তরফে অতিরিক্ত খেলোয়াড় হিসাবে পন্থ যাতে দলে যোগ দিতে পারেন, সেই মর্মে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করা হবে।
প্রসঙ্গত, মরশুম শুরুর আগেই আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল এক বড় ঘোষণা করেন। এ মরশুমের পরেই বসতে চলেছে আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction)। সেই নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি হাতে গোনা কয়েকজন খেলোয়াড়কেই ধরে রাখতে পারবে।
অরুণ ধুমাল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, 'আমরা নিশ্চিতভাবেই মেগা নিলামের আয়োজন করব যেখানে প্রতিটি দল তিন থেকে চারজন খেলোয়াড়কেই ধরে রাখতে পারবে। বাকি দল নতুনভাবে গড়তে হবে। এটাই তো টুর্নামেন্টকে আরও রোমাঞ্চকর করে তোলে এবং এই ফর্ম্যাট অব্যাহত থাকবে।'
২০২২ সালে শেষবার আইপিএল মেগা নিলামের আসর বসেছিল। সেই নিলামে ২০৪ জন ক্রিকেটার চোখধাঁধানো ৫৫১ কোটি টাকায় বিক্রি হয়েছিলেন। ধুমাল আশাবাদী আসন্ন মেগা নিলামটিও আগেরবারের মতোই বিরাট এবং প্রভাবশালী হবে। তিনি আশাবাদী যে শুধু ভারত নয়, বিদেশেরও বহু প্রতিভা ওই নিলামে মাধ্যমে নিজেকে আইপিএলের মঞ্চে মেলে ধরার সুযোগ পাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: সিরিজ় জিতেই তরুণ ব্রিগেডের সঙ্গে ছবি রোহিতের, শোরগোল নেটপাড়ায়