Rohit meets Rinku: বিশ্বকাপ দলে ব্রাত্য রিঙ্কুর সঙ্গে দীর্ঘ কথোপকথন ভারতীয় অধিনায়ক রোহিতের, ভাইরাল ভিডিও
MI vs KKR: বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচ খেলতে মায়ানগরীতে কেকেআর দল। শুক্রবারের সেই ম্য়াচের আগে ওয়াংখেড়েতে জোরকদমে বৃহস্পতিবার অনুশীলন সারল রিঙ্কুসহ গোটা কেকেআর দল।

মুম্বই: ভারতের হয়ে ১৫টি বিশ ওভারের ম্যাচে ১৭৬.২৪ স্ট্রাইক রেটে ৩৫৬ রান। ৮৯-র গড়। তা সত্ত্বেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাননি রিঙ্কু সিংহ (Rinku Singh)। এই নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে শোরগোল। সেই রিঙ্কুর সঙ্গেই ওয়াংখেড়েতে বৃহস্পতিবার, ২ মে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল রোহিত শর্মাকে (Rohit Sharma)।
বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (MI vs KKR) ম্য়াচ খেলতে মায়ানগরীতে কেকেআর দল। শুক্রবারের সেই ম্য়াচের আগে ওয়াংখেড়েতে জোরকদমে বৃহস্পতিবার অনুশীলন সারল রিঙ্কুসহ গোটা কেকেআর দল। অনুশীলন করেন মুম্বই ইন্ডিয়ান্স তারকারাও। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপের দল সংক্রান্ত সাংবাদিক বৈঠক সারতে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে বৈঠক সেরেই রোহিত ওয়াংখেড়ের উদ্দেশে রওনা দেন। মাঠে বাকি নাইট তারকাদের সঙ্গে কথা তো বলেনই, তবে ভারতীয় অধিনায়ক রোহিতকে দীর্ঘক্ষণ রিঙ্কুর সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই ঘটনার ভিডিও শেয়ারও করা হয়।
Match Hitman ke ghar rakhoge toh mehman nawazi ke liye Hitman khud aayega na 😎🫶#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 | @ShreyasIyer15 | @rinkusingh235 | @KonaBharat | @GautamGambhir pic.twitter.com/6W9VRKbZBs
— Mumbai Indians (@mipaltan) May 2, 2024
ঠিক কী কথা বলছিলেন রিঙ্কু-রোহিত? তরুণ নাইট তারকাকে কী সান্ত্বনা দিলেন রোহিত? প্রশ্ন দর্শকদের মনে। রিঙ্কুর পরিসংখ্যান ভাল হলেও, নির্বাচক প্রধান অজিত আগরকর জানান দলের ভারসাম্য বজায় রাখতে গিয়েই রিঙ্কুকে বাদ দিতে হয়। এর সঙ্গে তাঁর পারফরম্যান্সের তেমন যোগ নেই।
আগরকর সাংবাদিক বৈঠকে বলেন, 'এটা সম্ভবত আমাদের নেওয়া সবথেকে কঠিন সিদ্ধান্ত। ও ভুল কিচ্ছু করেনি। গিলের ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য। দিনের শেষে তো আমরা ১৫ জনকেই দলে নিতে পারি। আমরা রিস্ট স্পিনারদের দলে রাখতে চেয়েছিলাম। কুলদীপ ও চাহালকে তাই দলে নেওয়া হয়। অক্ষর পটেল অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছেন এবং বাকি দুইজন কিপার।'
কেএল রাহুলের বাদ পড়ার প্রসঙ্গে আগরকরের যুক্তি, 'রাহুল তো আইপিএলে ওপেন করছে। আমরা মূলত মিডল অর্ডারে ব্যাটিং বিকল্প খুঁজছিলাম। তাই সেক্ষেত্রে পন্থ ও স্য়ামসন অধিক যোগ্য বলে আমাদের মনে হয়েছে। স্যামসন তো যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। বিষয়টা কে বেশি ভাল, সেই বিচার করে করা হয়নি। দল নির্বাচিত হয়েছে আমাদের কী প্রয়োজন সেই অনুযায়ী।'
ভারতীয় নির্বাচকদের এই সিদ্ধান্ত কতটা সঠিক তা সময়ই বলবে। ১ জুন থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এক দশকের অধিক সময়ের আইসিসি ট্রফি জয়ের খরা কাটে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোহলির স্ট্রাইক রেট নিয়ে বিচলিত নন নির্বাচকরা, হার্দিক দলের অপিরহার্য অঙ্গ, সাফ জানালেন আগরকর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
