Rohit-Rishabh: ২২ গজের লড়াইয়ের আগে আলিঙ্গন, খোশমেজাজে রোহিত 'ভাইয়া'র সঙ্গে আড্ডা দিলেন ঋষভ
MI vs DC: বর্তমানে লিগ তালিকায় সবার নীচে মুম্বই, এখনও জয়হীন। ঠিক তার ওপরেই এক ম্যাচ জেতা দিল্লি। তাই আজকের ম্যাচের লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে আশা করাই যায়।
মুম্বই: আইপিএলের (IPL 2024) মঞ্চে আজ, রবিবাসরীয় দুপুরে মাঠে নামতে চলছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals)। ঘরোয়া ক্রিকেটে দিল্লি-মুম্বই দ্বৈরথ মানেই তারকাদের ছড়াছড়ি, প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি লড়াই। আইপিএলের মঞ্চেও ছবিটা কিন্তু ভিন্ন নয়। দুই দলেই বর্তমান যুগের মহাতারকা ক্রিকেটার থেকে ম্যানেজমেন্টে কিংবদন্তিদের উপস্থিতি, কোনওকিছুই অভাব নেই। এই ম্যাচে দুই ডাগআউটে এই মহারথীদের উপস্থিতিই ম্যাচকে বাড়তি গুরুত্ব প্রদান করেন।
২২ গজে দুই দল একে অপরকে এক চুলও জমি ছেড়ে দেবে না। তবে মাঠের লড়াইয়ের আগে ওয়াংখেড়ের ময়দান দেখল মহাতারকাদের বন্ধুত্ব, আড্ডার ছবি। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মা (Rohit Sharma) বরাবরই তরুণ ঋষভ পন্থের (Rishabh Pant) পাশে দাঁড়িয়েছেন। ঋষভ সমালোচনায় বিদ্ধ হলে তাঁকে আগলে রেখেছেন। দুই তারকার মধ্যেকার সুসম্পর্ক ফের একবার ওয়াংখেড়েতে ধরা পড়ল। রোহিতকে দেখা মাত্রই এগিয়ে এসে তাঁকে আলিঙ্গন করলেন ঋষভ। তারপরে দুইজনে মিলে খোশমেজাজে আড্ডা দিলেন। দুইজনের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
ʜᴇ𝗥𝗢𝗣𝗔𝗡𝗧𝗜 🥹#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 @RishabhPant17 pic.twitter.com/7jBnEezvE1
— Mumbai Indians (@mipaltan) April 6, 2024
ভিডিওতে রোহিত এবং ঋষভকে ক্যাচ ধরা এবং মিস করার অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে। শুধু বর্তমান তারকা রোহিত-ঋষভ নয়। ম্যাচের আগে আড্ডায় মাতেন একদা ভারতীয় দলের দুই ওপেনিং ব্যাটার। দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই তারকার ওয়ান ডে ক্রিকেটে ওপেনিং জুটির করা রানের রেকর্ডের ধারকাছে এখনও কেউ নেই। তবে রবিবার সচিন ও সৌরভ একসঙ্গে নয়, থাকবেন প্রতিপক্ষ হিসাবে দুই ডাগ আউটে।
বর্তমানে সচিন মুম্বইয়ের মেন্টর, আর সৌরভ দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট। একে অপরের সঙ্গে ছবি তুললেন। কথা বললেন। সচিন ভালবেসে সৌরভকে ডাকতেন দাদি বলে। দলের বাকিদের সকলের মতো। সৌরভ সচিনকে ভালবেসে ডাকতেন ছোটবাবু বলে। রবিবার অবশ্য দুই বন্ধু একে অন্যের প্রতিপক্ষ। বর্তমানে লিগ তালিকায় সবার নীচে মুম্বই, এখনও জয়হীন। ঠিক তার ওপরেই এক ম্যাচ জেতা দিল্লি। তাই ২২ গজে ব্যাটে বলে দুই পয়েন্টের লড়াইয়ের মধ্যে যে এই বন্ধুত্ব খুঁজে পাওয়া যাবে না, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চারে চার করে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান, দুইয়ে কেকেআর, বাকিরা কে কোথায়?