Rajasthan Royals vs Gujarat Titans: বুমেরাং বাটলার ঝড়, রাজস্থানকে ৩৭ রানের হারিয়ে দিল গুজরাত টাইটান্স
IPL 2022, Match, RR vs GT: এবারের আইপিএলে(IPL) এখনও পর্যন্ত পারফরম্যান্সের বিচারে এবারের টুর্নামেন্টে সবচেয়ে সফল ২ টো দল। সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বে এবার রাজস্থান দুর্দান্ত খেলছে।
LIVE
Background
আইপিএলে আজ মুখোমুখি মহারণে নামছে গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। এবারের আইপিএলে(IPL) এখনও পর্যন্ত পারফরম্যান্সের বিচারে এবারের টুর্নামেন্টে সবচেয়ে সফল ২ টো দল। সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বে এবার রাজস্থান শিবির একবারে অন্য মেজাজে ধরা দিয়েছে টুর্নামেন্টে। ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে রয়েছে রাজস্থান শিবির। দলের সবচেয়ে বড় শক্তি দলের বোলিং লাইন আপ। গুজরাত শিবিরও অন্যদিকে ৪ ম্যাচের মধ্যে ৩ ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে। রান রেটের বিচারে পিছিয়ে রয়েছে তারা।
রাজস্থান রয়্যালস
আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজস্থান এই ম্য়াচেও একটু এগিয়ে থেকেই মাঠে নামবে। রয়্যাল চ্য়ালেঞ্জার্সের বিরুদ্ধের একমাত্র হার বাদ দিলে টুর্নামেন্টে ব্যাটিং- বোলিং কোনও বিভাগেই দুর্বল মনে হয়নি স্যামসন বাহিনীকে। দলে স্পিন বিভাগ শক্তিশালী হয়ে যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন যোগ দেওয়ার পরে। পেস বিভাগে ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ দলের ভারসাম্য বাড়িয়েছেন। এছাড়াও ওপেনিংয়ে জস বাটলারের ধারাবাহিকতা রাজস্থানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।
গুজরাত টাইটান্স
নিজেদের শেষ ম্যাচে গুজরাতকে হারতে হয়েছে সানরাইজার্সের বিরুদ্ধে। ৮ উইকেটে কমলা জার্সিধারীরা জয় ছিনিয়ে নিয়েছিল হার্দিক পাণ্ড্যর দলের বিরুদ্ধে। গুজরাত শিবিরেরও শক্তি বোলিং ডিপার্টমেন্ট। পেস বিভাগে শামি, ফার্গুসনরা রয়েছেন। স্পিন বিভাগে রশিদ খান যে কোনও প্রতিপক্ষের কাছে আতঙ্ক। আগের ম্যাচে প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করেছেন হার্দিক নিজেও। পাওয়ার প্লেতে বল করেছিলেন তিনি। ব্যাটিং ডিপার্টমেন্টে গিল-ওয়েড ওপেনিং জুটি গুজরাতকে প্রতি ম্যাচেই ভরসা জোগাচ্ছে।
RR vs GT Live Score: ৩৭ রানে রাজস্থান বধ গুজরাতের
৩৭ রানে রাজস্থানকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এল তারা।
RR vs GT Live Score: নিশামকে ফেরালেন হার্দিক
রাজস্থানের অষ্টম উইকেটের পতন। জিমি নিশামকে নিজেরই বলে ফেরালেন হার্দিক।
RR vs GT Live: ফিরলেন রিয়ান পরাগ
রাজস্থান রয়্যালসের ৭ উইকেটের পতন। ফিরে গেলেন রিয়ান পরাগ।
RR vs GT Live Score: আউট হেটমায়ের
ক্যাচ আউট হয়ে ফিরলেন শিমরন হেটমায়ের। চাপ বাড়ল রাজস্থান রয়্য়ালসের।
RR vs GT Live: রান আউট হয়ে ফিরলেন স্যামসন
রান আউট হয়ে ফিরলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। দুরন্ত থ্রোয়ে স্ট্যাম্প ভাঙলেন হার্দিক পাণ্ড্য।