IPL Auction 2022: আর্চারের দাম বাড়িয়ে দিতে কী স্ট্র্যাটেজি নিয়েছিলেন সাঙ্গাকারা?
IPL Auction 2022: রাজস্থান রয়্যালয়সের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিকে ইশারা করছেন যে, আরও দাম বাড়াও যাতে আর্চার্কে নিতে আরও বেশি টাকা খরচ করতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে।
![IPL Auction 2022: আর্চারের দাম বাড়িয়ে দিতে কী স্ট্র্যাটেজি নিয়েছিলেন সাঙ্গাকারা? Sangakkara convinces other teams to join Archer bidding war before MI's ₹8-crore bid in IPL Auction's IPL Auction 2022: আর্চারের দাম বাড়িয়ে দিতে কী স্ট্র্যাটেজি নিয়েছিলেন সাঙ্গাকারা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/f9c13c4fe5b7808cd61e1d48c201badb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: জোফ্রা আর্চারকে নিয়ে নিলামের টেবিলে লড়াই জমে উঠেছিল গতকাল। এই মরসুমে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা পেসার। কিন্তু এরপরও তাঁকে ৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রাজস্থান রয়্যালয়সের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিকে ইশারা করছেন যে, আরও দাম বাড়াও যাতে আর্চার্কে নিতে আরও বেশি টাকা খরচ করতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে।
Sanga was trying to convince other teams to increase the bid 😏 pic.twitter.com/H6GRKU1Myk
— ᧁꪖꪊ᥅ꪖꪜ (@ImGS_08) February 13, 2022
রবিবার আইপিএলের মেগা নিলামে আর্চারকে রীতিমতো টানাটানি পড়ে যায়। প্রাথমিকভাবে দর হাঁকে রাজস্থান। বরাবর সেই দলেই খেলে এসেছেন আর্চার। তবে মুম্বই ইন্ডিয়ান্সও তাঁর জন্য মরিয়া হয়ে ঝাঁপায়। তবে মুম্বই ৬.৫ কোটি টাকা দর দেওয়ার পর বিডিং থেকে বেরিয়ে আসে রাজস্থান। তারপর দর হাঁকতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। শেষপর্যন্ত আট কোটি টাকায় আর্চারকে রোহিত শর্মাদের ফ্র্যাঞ্চাইজি। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওয় দেখা গিয়েছে, আর্চারের জন্য দর কষাকষি চলছে। মুম্বই ৬ কোটি টাকা দর দিয়েছে। পরের বিডের জন্য অপেক্ষা করছে রোহিতদের দল। তারইমধ্যে সাঙ্গাকারাকে কিছু একটা ইশারা করতে দেখা যায়। তারপর হেসেও পেলেন। নেটিজেনদের দাবি, জোফ্রার দাম বাড়ানোর জন্য ইশারা করছিলেন সাঙ্গাকারা। যাতে মুম্বই আর্চারকে দলে পেলেও বেশি টাকা খরচ করতে হয়। যে ইংরেজ তারকাকে এমনিতেই এই মরশুমে পাবে না মুম্বই।
উল্লেখ্য, নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন ডানহাতি জোফ্রা। তবে চোটের কারণে আসন্ন টুর্নামেন্টে তাঁকে হয়ত পাওয়া যাবে না। বিসিসিআইয়ের তরফে এই কথা আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে আগেই জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু ইসিবির তরফে বিসিসিআইয়ে এমনও জানিয়ে দেওয়া হয়েছিল যে ২০২৩-২৪ মরসুমে টুর্নামেন্টে খেলবেন জােফ্রা। তাই নিলামে নাম দিয়েছেন তিনি। বিসিসিআইয়ের তরফে এমনও সব দলকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আর্চারকে এই মরসুমের জন্য় কেউ যদি নেই, তবে তা নিজেদের রিস্কেই নিতে হবে। কারণ কোনও রিপ্লেসমেন্ট প্লেয়ার মাঝপথে পাবে না কোনও ফ্র্যাঞ্চাইজি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)