IPL 2024: প্রকাশিত হল আইপিএল ২০২৪-র জন্য ঋদ্ধি, গিলদের গুজরাত টাইটান্সের জার্সি
Gujarat Titans: ২৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে গুজরাত টাইটান্স।
আমদাবাদ: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা, ২২ মার্চ, শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024)। মেগা টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে সকল দল। এরই মাঝে আজ, রবিবার, ১৭ মার্চ নিজেদের জার্সি প্রকাশ করল গুজরাত টাইটান্স (Gujarat Titans)।
নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গুজরাত নতুন মরশুমের জার্সি প্রকাশ করে লেখে, 'অপেক্ষার অবসান ঘটল। আইপিএল ২০২৪ সালের জন্য আমাদের নতুন জার্সি প্রকাশিত হল।' ২৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে গুজরাত টাইটান্স। টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচ ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
𝐓𝐡𝐞 𝐰𝐚𝐢𝐭 𝐢𝐬 𝐨𝐯𝐞𝐫! 🤩
— Gujarat Titans (@gujarat_titans) March 17, 2024
Here's unveiling our latest gear ahead of TATAIPL2024 season! 🙌🔥
🔗 - https://t.co/GhpUFSdqQJ@fancode | #AavaDe | #GTKarshe pic.twitter.com/dBWyr8nLT8
এবারের আইপিএলের আগেই দল ছেড়েছেন গত দুই মরশুমে গুজরাতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ড্য। তারকা বোলার মহম্মদ শামিও চোটের কারণে এ মরশুমে যে খেলতে পারবেন না, তা ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই জোড়া ধাক্কার মধ্যেও অবশেষে গুজরাত শিবিরে সুখবর এসে পৌঁছল। শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দলের তারকা ক্রিকেটার চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরেছেন।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজেও খেলতে পারেননি। বিগ ব্যাশ লিগ ও এসএটোয়েন্টির মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলতে পারেননি তিনি। আইপিএল (IPL 2024) শুরুর আগে গুজরাত টাইটান্স শিবিরও রীতিমতো উদ্বেগে ছিল। দলের সেরা স্পিন বোলিং অস্ত্রকে টুর্নামেন্টে পাওয়া যাবে তো? তবে আইপিএল শুরুর এক সপ্তাহ আগে গুজরাত টাইটান্স শিবিরে সুখবর এসে পৌঁছল। মাঠে নেমে পড়ছেন দলের সেরা স্পিনার রশিদ খান (Rashid Khan)।
পিঠের চোট ভোগাচ্ছিল তাঁকে। তবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তান দলে রাখা হল তাঁকে। শুধু রাখাই হয়নি, রশিদকেই দলের অধিনায়ক করেছে আফগানিস্তান। যা গুজরাত টাইটান্স শিবিরকেও ইতিবাচক করে তুলেছে। রশিদের প্রত্যাবর্তন যে নিঃসন্দেহে গুজরাত দলকে শক্তিশালী করে তুলবে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: গেমচেঞ্জার কুলদীপ, পন্থের ফিটনেসের ওপর দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালসের ভাগ্য