এক্সপ্লোর
আইপিএলে বিরাট-বিদায়, ৬ উইকেটে জিতে দিল্লির মুখোমুখি হায়দরাবাদ
আইপিএল থেকে বিদায় নিলেন বিরাট কোহলিরা। এলিমিনেটর ম্যাচে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে দিল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ।
![আইপিএলে বিরাট-বিদায়, ৬ উইকেটে জিতে দিল্লির মুখোমুখি হায়দরাবাদ SRH vs RCB Final Score IPL 2020 Eliminator: Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore IPL 13 Match Today আইপিএলে বিরাট-বিদায়, ৬ উইকেটে জিতে দিল্লির মুখোমুখি হায়দরাবাদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/07045956/kohil-ipl-instagram-stil-061120.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবু ধাবি: আইপিএল থেকে বিদায় নিলেন বিরাট কোহলিরা। এলিমিনেটর ম্যাচে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে দিল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচ শুরুর আগে ধাক্কা খেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ শিবির। চোটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে পারলেন না দুরন্ত ফর্মে থাকা ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে উইকেটকিপিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হল আর এক বঙ্গসন্তান শ্রীবৎস গোস্বামীর কাঁধে।
টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। তাঁর সিদ্ধান্তের মর্যাদা রাখলেন বোলাররা। আগুনে স্পেলে প্রতিপক্ষ শিবিরকে তছনছ করলেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। ওপেন করতে নেমে ৭ বলে ৬ রান করে ফিরলেন আরসিবি অধিনায়ক। লড়াই করলেন একমাত্র এ বি ডিভিলিয়ার্স। ৪৩ বলে ৫৬ রান করলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তুলল ১৩১/৭। দুই উইকেট পেয়েছেন টি নটরাজন। এক উইকেট শাহবাজ নাদিমের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শ্রীবৎসকে (৩ বলে ০) হারিয়েছিল এসআরএইচ। তবে ওয়ার্নার (১৭ বলে ১৭) ও মণীশ পাণ্ডে (২১ বলে ২৪ রান) পরিস্থিতি সামলান। চার নম্বরে নেমে ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। ২ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। দ্বিতীয় কোয়ালিফায়ারে ওয়ার্নারদের সামনে এবার দিল্লির লড়াই। আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)