Ishan Kishan: সানরাইজার্স হায়দরাবাদের আন্তঃ স্কোয়াড ম্য়াচে দুরন্ত পারফরম্য়ান্স ঈশান কিষাণের
SRH IPL 2025: ভারতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলের ওপেনার অভিষেকের ব্য়াট থেকে এসেছে ২৩ বলে ৬৪ রানের ইনিংস। ঈশান ৩০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন।

হায়দরাবাদ: আইপিএলে এবার নতুন ফ্র্য়াঞ্চাজির হয়ে খেলতে নামবেন ঈশান কিষাণ। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার পর এবার নতুন দলের জার্সিতে নতুন মরশুমে দুরন্ত পারফরম্য়ান্সের লক্ষ্যে মাঠে নামবেন রাঁচির বাঁহাতি তরুণ ক্রিকেটার। আর তার আগে SRH-র আন্তঃ স্কোয়াড টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করলেন ঈশান। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে বড় রান করলেন। ভারতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলের ওপেনার অভিষেকের ব্য়াট থেকে এসেছে ২৩ বলে ৬৪ রানের ইনিংস। ঈশান ৩০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। মাত্র ৮ বলে ২৮ রানের ইনিংস খেলে একবার যদিও জীবনদান পেয়েছিলেন অভিষেক। তবে অভিষেক ফিরে গেলেও ঈশান চালিয়ে খেলে যান। অর্ধশতরান হাঁকান। তবে অষ্টম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ঈশান। দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ব্যাটিং করেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন প্লেয়ার।
আসন্ন মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন ঈশান। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার পর নিজেকে নিলামে তুলেছিলেন ঈশান। সেখান থেকে ১১.২৫ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
এদিকে, আইপিএল শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে সুখবর । সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, নীতীশ ফিট হয়ে গিয়েছেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারেন ।
জানা গিয়েছে, সবরকম ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন নীতীশ । ইয়ো ইয়ো টেস্টেও পাশ করেছেন তিনি। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে রয়েছেন নীতীশ। সেখানে ফিজিও তাঁকে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।
গত আইপিএলে নজর কেড়ে নিয়েছিলেন এনকেআর। জাতীয় দলেও ডাক পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। তবে বছর একুশের অন্ধ্র প্রদেশের তরুণ ক্রিকেটার দীর্ঘদিন মাঠের বাইরে। ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার নীতীশকে দেখা গিয়েছিল। যদিও সেই ম্যাচে তিনি ব্যাটিং বা বোলিং কিছুই করেননি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে টি-২০ সিরিজের আগে নেটে অনুশীলন করেছিলেন নীতীশ। কিন্তু তারপরই তিনি ওই ম্যাচ এবং পরে পুরো সিরিজ থেকে চোটের কারণে ছিটকে যান। ২০২৪ সালের আইপিএলে স্মরণীয় পারফর্ম্যান্স ছিল নীতীশের। ১৩টি ম্যাচে ৩০৩ রান করেন তিনি। মেগা নিলামের আগে ৬ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছিল হায়দরাবাদ। এবারও নীতীশ দুর্দান্ত কিছু করার অপেক্ষায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
