Vaibhav Suryavanshi: বৈভবকে দরাজ সার্টিফিকেট, তবুও সচিনের সঙ্গে কোনওভাবেই তুলনা টানতে নারাজ স্টিভ ওয়া
Steve Waugh On Vaibhav Suryavanshi: সচিন তেন্ডুলকর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল ১৯৮৯ সালে। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল

কলকাতা: আইপিএলের মঞ্চে সে পা রেখেছিল তখন বয়স ছিল ১৩। যখন আইপিএলে নিজের প্রথম শতরান হাঁকাল তখন চোদ্দ পেরিয়েছে সে। এই কিশোর বয়সেই আইপিএলে সেঞ্চুরি। বিশ্বের তাবড় তাবড় তারকা বোলারদের সামনে বুক চিতিয়ে লড়েছে সে। হাঁকিয়েছে পেল্লাই পেল্লাই ছক্কা। তার আগ্রাসী মনোভাবের প্রশংসা শোনা গেল অজি কিংবদন্তি স্টিভ ওয়ার মুখেও। যদিও সচিন তেন্ডুলকরের সঙ্গে কোনওমতেই বৈভবের তুলনা টানাকে পছন্দ করছেন না স্টিভ।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভব। ওয়া বলছেন, ''আমি ওর সেঞ্চুরির ইনিংসটি দেখেছিলাম। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। কত সুন্দরভাবে ও ছক্কা হাঁকাচ্ছিল। কী সুন্দরভাবে ব্যাটে বলে সংযোগ হচ্ছিল ওর। ১৪ বছর বয়সে কোন চাপ অনুভব করার নেই। খোলা মনে খেলতে হবে। ও সেটাই করেছে। দারুণ লাগছিল ওর ব্যাটিং দেখতে। আমি মনে করি সামনে ওর জন্য চ্য়ালেঞ্জ অপেক্ষা করছি। এই একই মানসিকতা নিয়ে ও সারা বছর খেলতে পারব? এটাই চ্যালেঞ্জ।''
সচিন তেন্ডুলকর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল ১৯৮৯ সালে। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল। স্টিভ ওয়া আরো বলছেন, ''আমি মনে করি না যে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা কোনও তুলনা টানা উচিৎ। একটা ছেলে ১৬-১৮ বছর বয়সে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে পারথে সেঞ্চুরি হাঁকিয়েছিল। ওরকম পিচে যেখানে বিশ্বের সেরা সেরা ব্যাটারদের কালঘাম ছুটে যাচ্ছে। কিন্তু সেখানে অত কম বয়সে সেখানে গিয়ে সেঞ্চুরি করা।''
উল্লেখ্য়, জেড্ডার মহানিলাম থেকে রাজস্থান রয়্যালস ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভব সূর্যবংশীকে কিনেছিল। সে সময় তার বয়স ছিল ১৩ বছর। তার কম বয়সের কারণে সেই থেকেই আলোচনায় উঠে এসেছিল। এরপর যখন সে অভিষেক ঘটায়, তখনই বুঝতে পারা গিয়েছিল সে কেমন ব্যাটার। টুর্নামেন্টে সে ৭ ম্যাচে ২৫২ রান করেছে, যার মধ্যে গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে করা রেকর্ড শতরানও অন্তর্ভুক্ত। বৈভব আইপিএল-এ ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছে। ভেঙে দিয়েছে ইউসুফ পাঠানের রেকর্ড। সে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও হয়ে উঠেছে।
আরও পড়ুন: 'একাদশে জায়গা পাওয়াই তো ওর জন্য চাপের', গিলের নেতৃত্ব পাওয়া নিয়ে খোঁচা মনোজের




















