IPL 2022: আজ উইলিয়ামসনদের বিরুদ্ধে বদলার লড়াই ডু প্লেসিদের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2022 SRH vs RCB: সবচেয়ে বড় কথা ইনিংসে ১০০টি বলও খেলতে পারেনি সেই ম্যাচ আরসিবি। আজ সেই বদলার ম্যাচ ফাফদের কাছে। তবে এবারের আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ২ দলই রয়েছে।
মুম্বই: প্লে অফের দৌড়ে ২ টো দলই রয়েছে। কিন্তু আজকের ম্য়াচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে একটু বেশিই গুরুত্বপূর্ণ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজ নামতে চলেছে ফাফ ডু প্লেসিরা। ২ সপ্তাহ আগে এই দলের বিরুদ্ধেই মাত্র ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিলেন বিরাট, ম্যাক্সওয়েল সহ গোটা আরসিবি শিবির। সবচেয়ে বড় কথা ইনিংসে ১০০টি বলও খেলতে পারেনি সেই ম্যাচ আরসিবি। আজ সেই বদলার ম্যাচ ফাফদের কাছে।
আজ আইপিএলে
সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
কোথায় খেলা
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
কখন শুরু
খেলা শুরু বিকেল ৩.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে?
এবারের টুর্নামন্ট শুরুর পর থেকে বেশ কয়েক সপ্তাহ পয়েন্ট টেবিলে প্রথম চারে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে হারের জন্য পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে গিয়েছে সানরাইজার্স। শেষ ম্যাচেও তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে গিয়েছে। ১০ ম্যাচ খেলে ৫ ম্য়াচে জয় পেয়েছে কমলা জার্সিধারীরা। অন্যদিকে আরসবি তাদের আগের ম্যাচে সিএসকের বিরুদ্ধে জয় পেয়েছে। ১১ ম্যাচ খেলে ৬টি-তে জয় পেয়েছে ফাফ ডু প্লেসির দল। পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে বিরাট শিবির।
সানরাইজার্স হায়দরাবাদ: প্রথমে বল নিয়ে ভুবনেশ্বর কুমার বনাম বিরাট কোহলি দ্বৈরথ জমজমাট হবে বলাই যায়। বিরাট শেষ কয়েকটি ম্যাচে ওপেনিং করেছেন। একটি অর্ধশতরান ছাড়া সেভাবে তিনিও ফর্মে নেই। ভুবি উইকেট না পেলেও রান দিচ্ছেন না। ইকনমি রেট খুবই ভাল। পাওয়ার প্লে-তে বিরাট-ফাফকে আটকানোর দায়িত্ব ভুবনেশ্বরের ওপরই। ওয়াশিংটন সুন্দর ফিরে আসতে পারেন চোট সারিয়ে। মার্কো ইয়েনসেন আগের ম্যাচে খেলেননি। তাঁকেও একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বসবেন সিন অ্য়াবট।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: গত ১৪ বছর ধরে আইপিএল খেলেও কোনও ট্রফি নেই এই ফ্র্যাঞ্চাইজির। বিরাট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ফাফ ডু প্লেসি দায়িত্ব সামলাচ্ছেন। এবার এখনও পর্যন্ত দারুণভাবে প্লে অফের দৌড়ে এগিয়ে চলেছে আরসিবি। বোলিং ডিপার্টমেন্টে হাসারাঙ্গা, হ্যাজেলউড আসায় শক্তি ও ভারসাম্য বেড়েছে। তবে বিরাটের অফফর্ম এখনও চিন্তায় রাখবে আরসিবি টিম ম্যানেজম্যান্টকে।