IPL 2022: আইপিএলে পথ চলা শুরু, সমর্থকদের কী বার্তা দিল গুজরাত টাইটান্স?
IPL 2022: লখনউ ফ্র্যাঞ্চাইজি অনেক দিন আগেই তাদের দলের নাম ঘোষণা করে দিয়েছিল। কে এল রাহুলকে নেতৃত্বভার দেওয়া হয়েছিল দলটির। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসতে চলেছে মেগা নিলাম।
গুজরাত: আসন্ন আইপিএলে দুটো নতুন ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে চলেছে। তার মধ্য়ে একটি লখনউ সুপার জায়ান্টসের নাম আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। আজ আরও একটি দল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিও তাদের দলের নাম ঘোষণা করে দিল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দলটির নামকরণ হল গুজরাত টাইটান্স। লখনউ ফ্র্যাঞ্চাইজি অনেক দিন আগেই তাদের দলের নাম ঘোষণা করে দিয়েছিল। কে এল রাহুলকে নেতৃত্বভার দেওয়া হয়েছিল দলটির। বাকি ছিল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নামকরণের। নিলামের কিছুদিন আগে সেই কাজটিও করে নিল হার্দিকের দল। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসতে চলেছে মেগা নিলাম।
এদিকে, নিজেদের সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে দলের পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে যে, ''শুভ আরম্ভ!'', অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যাত্রা শুরু। গত বছরই আইপিএলে নিজেদের দল আনার ব্যাপারে জানিয়েছিল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। এমনকী সেই দলের অধিনায়কও করে দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। কিন্তু দলের নাম কী হবে, সেটাই ছিল প্রশ্ন। এবার দলের নামকরণও করে দেওয়া হল।
Shubh Aarambh! #GujaratTitans
— Gujarat Titans (@gujarat_titans) February 9, 2022
আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ড্য ও রশিদ খানকে ১৫ কোটি টাকা দামে দলে নিয়েছে। অন্যদিকে, শুভমনকে দলে নিতে খরচ হয়েছে ৮ কোটি টাকা। এছাড়াও দলের প্রধান কোচ ও মেন্টরের নামও আগেই ঘোষণা করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার আশিস নেহরা হয়েছেন দলের হেড কোচ। অন্যদিকে, বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনকে মেন্টর নিযুক্ত করা হয়েছে।
এর আগেও গুজরাতের একটি দল আইপিএলে অংশ নিয়েছিল। আইপিএল ২০১৬ এবং ২০১৭-তে পুণে ও রাজকোটের ফ্র্যাঞ্চাইজি আইপিএলে অংশ নিয়েছিল। চেন্নাই সুপারকিংস ও রাজলস্থান রয়্যালস সাসপেন্ড হওয়ায় এই দুটি দল আইপিএলে সামিল হয়েছিল। রাজকোট তাদের ফ্র্যাঞ্চাইজির নাম রেখেছিল গুজরাত লায়ন্স। দলে সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজার মতো খেলোয়াড়রা ছিলেন।