Virat Kohli on IPL : 'থাকব, তবে একটা শর্তে...' আরসিবিতে থাকতে কী শর্ত দিয়েছিলেন বিরাট?
আরসিবি-র অধিনায়কত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে ফের নিজের পছন্দের তিন নম্বর পজিশনেই যে বিরাট ফিরছেন, সেই ইঙ্গিতটাও যেন দিয়ে রাখলেন তিনি।
নয়াদিল্লি : আইপিএলের (IPL) ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি ও বিরাট কোহলি (Virat Kohli)। সময়ের সঙ্গে যেন হয়ে উঠেছে একই মুদ্রার দুই পিঠ। খেতাব-জয়ের সাফল্য দিতে না পারলেও ক্যাপ্টেন কোহলির অধীনে বরাবর বিভিন্ন বোলিং ইউনিটের ঘুম ছুটিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আরসিবিতে থেকে যেতে ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিকে কোহলি দিয়েছিলেন একটি শর্ত, তা তারা মেনে নিতেই ব্যাঙ্গালোর দলে তাঁর থেকে যাওয়া ও ক্রিকেটার হিসেবে উত্থান বলেই মনে করেন বিরাট।
৩৩ বছরের ব্যাটসম্যান আরসিবি পডকাস্ট অনুষ্ঠানে যে তথ্য সামনে রেখেছেন। চতুর্থ আইপিএলের প্রাক্কালে শুধু তাঁকেই দলে রাখা হচ্ছে বলে টিম ম্যানেজমেন্ট জানালে বিরাট পাল্টা শর্ত দিয়েছিলেন, 'এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে থাকব একটা শর্তেই। আমাকে তিন নম্বরে ব্যাট করতে দিতে হবে।' তৎকালীন আরসিবি কোচ রে জেনিংস ও মালিক সিদ্ধার্থ মাল্য সানন্দে কোহলির যে দাবি মেনে নিয়েছিলেন। আর যার পর থেকেই ক্রমাগত ব্যাটার বিরাটের উত্থান। আপাতত ৬ হাজারের বেশি রান হাঁকিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তিন নম্বরে ৮৫টি ম্যাচে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত ২,৬৯৬ রান করেছেন বিরাট। তবে দলের প্রয়োজনে নিজের শর্ত নিজেই ভাঙতে অবশ্য দ্বিধা করেননি। একাধিক ম্যাচে দলের স্বার্থে ওপেনিং করতেও নেমেছেন তিনি। আরসিবি-র অধিনায়কত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে ফের নিজের পছন্দের তিন নম্বর পজিশনেই যে বিরাট ফিরছেন, সেই ইঙ্গিতটাও যেন দিয়ে রাখলেন তিনি।
It’s mega auction time and here’s @imVkohli tells us his #IPL retention story from 2011.
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 10, 2022
Find out this and many more stories about How the IPL changed the life of the cricketers on the #RCBPodcast powered by @KotakBankLtd. #PlayBold #WeAreChallengers pic.twitter.com/EIYKP5KXt9
অধিনায়কত্ব ছাড়ার পর ব্যাটার বিরাটের হাত ধরে আরসিবি আইপিএলে দীর্ঘ ১৪ মরসুমের ট্রফি খরা কাটাতে পারে কি না আপাতত সেদিকেই তাকিয়ে ক্রিকেটভক্তরা।
আরও পড়ুন- আইপিএল ২০২০ নিলাম : কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ সম্প্রচার ?