এক্সপ্লোর
Advertisement
একটা ম্যাচ দেখে কামিন্সের বিচার করা অন্যায়, এবিপি আনন্দের প্রশ্নের জবাবে বললেন নাইট-নেতা কার্তিক
নাইটদের প্রথম ম্যাচে সাড়ে ১৫ কোটি টাকার পেসারকে দিয়ে পুরো চার ওভার বলও করাতে পারেননি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।
আবু ধাবি: তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়েছিল। নিলামের টেবিলে তাঁর জন্য সাড়ে ১৫ কোটি টাকা খরচ করেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। অথচ কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে সেই প্যাট কামিন্সের বোলিং পরিসংখ্যান? ৩-০-৪৯-০!
হ্যাঁ, নাইটদের প্রথম ম্যাচে সাড়ে ১৫ কোটি টাকার পেসারকে দিয়ে পুরো চার ওভার বলও করাতে পারেননি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। যদিও অজি ফাস্টবোলারের পাশেই দাঁড়িয়েছেন কার্তিক। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ম্যাচ হারার পর এবিপি আনন্দের তরফে কার্তিককে প্রশ্ন করা হয়েছিল, দলের সেরা পেসারের ব্যর্থতাই কি বিপর্যয়ের কারণ? কার্তিক বললেন, ‘একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে প্যাট কামিন্সের বিচার করাটা খুব অন্যায় হবে। সদ্য কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে উঠেছে। দুপুর ৩.৩৪ মিনিটে ও এই ম্যাচে খেলার অনুমতি পেয়েছিল।’ কার্তিকের মন্তব্যের পরেও প্রশ্ন উঠছে, কামিন্স তো ক্রিকেটের মধ্যেই ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে টুর্নামেন্ট খেলে সংযুক্ত আরব আমিরশাহিতে এসেছেন। তাহলে কেন তিনি ছন্দ হাতড়ে বেড়াবেন! কেউ কেউ বিস্মিত এটা ভেবে যে, যশপ্রীত বুমরা বা মহম্মদ শামিরা যেখানে নিখুঁত ইয়র্কার করতে সিদ্ধহস্ত, সেখানে টেস্টে বিশ্বের এক নম্বর পেসার কামিন্সের হাত থেকে কেন বুধবার একটাও ইয়র্কার বেরল না!
কার্তিক অবশ্য অজি পেসারের হয়ে সওয়াল করেছেন। ম্যাচের শেষে এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে কেকেআর অধিনায়ক বলেছেন, ‘ওকে দলে পেয়ে আমরা খুব খুশি। ওকে জরিপ করার কিছুই হয়নি। কামিন্স বিশ্বমানের পেসার। আমি যতটুকু দেখেছি আর শুনেছি, ও এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারদের একজন। ওর দক্ষতায় আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement