IPL 2021: এবার খালি হাতেই ফিরছে মুম্বই, শেষবেলায় আবেগঘন বার্তা রোহিতের
IPL 2021: কিন্তু এই বছর প্লে অফের আগেই শেষ হয়ে গিয়েছে আইপিএল অভিযান, শেষ ম্যাচে অনবদ্য় জয় পেলেও অঙ্কের মারপ্যাঁচে আটকে গিয়েছে মুম্বইয়ের রথ এবার।
আবু ধাবিঃ টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। ঝুলিতে মোট ৫টি খেতাব। কিন্তু এই বছর প্লে অফের আগেই শেষ হয়ে গিয়েছে আইপিএল অভিযান, শেষ ম্যাচে অনবদ্য় জয় পেলেও অঙ্কের মারপ্যাঁচে আটকে গিয়েছে মুম্বইয়ের রথ এবার। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েই এবার সতীর্থদের উদ্দেশে ও সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন রোহিত শর্মা। নিজের ট্যুইটারে আবেগঘন পোস্টে হিটম্যান লেখেন, ‘গোটা মরসুম জুড়ে ওঠা, নামা এবং অনেক কিছু শেখা হয়েছে। তবে এই ১৪টি ম্যাচ শেষ দুই-তিন মরসুমের সাফল্যকে ছোট করে দিতে পারবে না। যে ক্রিকেটাররাই নীল-সোনালি জার্সি পরেছে, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সেটাই আমাদের একটা দল হিসেবে তৈরি করে দিয়েছে, একটা পরিবার করে দিয়েছে।’
A season full of ups, downs & learnings. But these 14 matches won’t take away the glory this incredible group achieved over the last 2-3 seasons. Every player who don the blue & gold played with pride & gave his best. And that’s what makes us the team we are! ONE FAMILY @mipaltan pic.twitter.com/bcylQ2dSMY
— Rohit Sharma (@ImRo45) October 9, 2021
এবারের আইপিএলে ৫ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয় মুম্বইকে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একই পয়েন্ট হলেও নেট রান রেটের বিচারে কেকেআর অনেকটাই এগিয়ে ছিল রোহিত বাহিনীর থেকে। তার জন্য অইন মর্গ্যান বাহিনীই প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নেয়। উল্লেখ্য, ২০১৯ ও ২০২০ গত ২ বছর পরপর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই, এই বছর জিততে পারলে টুর্নামেন্টে খেতাব জয়ের হ্যাটট্রিক করত তারা।