![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2024 Eliminator: বাউন্ডারি থেকে বুলেট থ্রোয়ে জুরেলকে রান আউট করলেন কোহলি, বিরাটের ফিল্ডিংয়ে মুগ্ধ আট থেকে আশি
RR vs RCB: আইপিএলের এলিমিনেটরে আরসিবিকে চার উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার ২-এ নিজেদের জায়গা পাকা করে নিল রাজস্থান রয়্যালস।
![IPL 2024 Eliminator: বাউন্ডারি থেকে বুলেট থ্রোয়ে জুরেলকে রান আউট করলেন কোহলি, বিরাটের ফিল্ডিংয়ে মুগ্ধ আট থেকে আশি Virat Kohli bullet throw Dhruv Jurel run out RR vs RCB IPL 2024 Eliminator IPL 2024 Eliminator: বাউন্ডারি থেকে বুলেট থ্রোয়ে জুরেলকে রান আউট করলেন কোহলি, বিরাটের ফিল্ডিংয়ে মুগ্ধ আট থেকে আশি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/d5b1aa64849763f83704bba82ae535811716401996965507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: মাত্র ১৭২ রানের পুঁজি নিয়ে লড়াইটা বেশ ভালই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে শেষরক্ষা হল না। আরসিবিকে আইপিএলের এলিমিনেটরে (IPL 2024 Eliminator) চার উইকেটে হারিয়ে টুর্নামেন্টের কোয়ালিফায়ার ২-এ নিজেদের জায়গা পাক করে নিল রাজস্থন রয়্যালস (Rajasthan Royals)। ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি। তবে তাতেই সর্বকালীন এক রেকর্ড তো গড়েনই, পাশাপাশি নিজের অনবদ্য ফিল্ডিংয়েও নজর কাড়লেন কোহলি।
ম্যাচের ১৪তম ওভারে রিয়ান পরাগ ক্যামরিন গ্রিনের বলে পুল শট মারেন। বল স্কোয়ার লেগে থাকা কোহলির থেকে অনেকটাই দূরে ছিল। কিন্তু নিজের বাঁ-দিকে দ্রুত অনেকটা মাঠ অতিক্রম করে বল নিজের দখলে আনেন কোহলি। সঙ্গে সঙ্গে এক মোশনেই বুলেট গতির থ্রোয়ে নন স্ট্রাইক এন্ডে গ্রিনের দিকে বল ছুঁড়ে দেন কোহলি। সেই দিকে আসা জুরেল সঠিক সময়ে ক্রিজে পৌঁছতে পারেননি। ডাইভ মেরেও লাভের লাভ হয়নি। কোহলির অনবদ্য ফিল্ডিংয়ে আট রানেই সাজঘরে ফিরতে হয় জুরেলকে। সেই সময় ধারাভাষ্য দেওয়া সুনীল গাওস্কররা কোহলির ফিল্ডিংয়ে প্রশংসায় পঞ্চমুখ।
Virat Kohli 🫡#RRvRCB #IPLonJioCinema #TATAIPL #TATAIPLPlayoffs pic.twitter.com/2xpGjC6YTn
— JioCinema (@JioCinema) May 22, 2024
এই পরিস্থিতিতে ১১২ রানে চার উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। ম্যাচে লড়াইয়ের জমিও তৈরি করে নিয়েছিল আরসিবি। কিন্তু শেষরক্ষা হয়নি। রিয়ান পরাগের ৩৬ রানের ইনিংসের পর রোভম্যান পাওয়েলের ১৬ এবং শিমরন হেটমায়ারের ২৬ রানের ইনিংস রাজস্থানকে জয় এনে দেয়।
তবে এই ম্যাচে কিন্তু কোহলি একা নন, নিজের দুরন্ত ফিল্ডিংয়ে নজর কেড়েছেন রাজস্থান রয়্য়ালসের রোভম্যান পাওয়েলও। ম্যাচের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে পুল মারতে গিয়েই স্কোয়ার লেগে ধরা দেন ফাফ ডু প্লেসি। ১৭ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এক্ষেত্রে বোল্টের বোলিং নয়, বরং ফিল্ডার পাওয়েলেরই অধিক কৃতিত্ব বলে মনে করছেন সকলে। চোখধাঁধানো এক ক্যাচ ধরে আরসিবি অধিনায়ককে সাজঘরে ফেরান রোভম্যান পাওয়েল। ডু প্লেসির পুল শট ডিপ করছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান তারকা সামনের দিকে ডাইভ মেরে ধরা বল মাটি ছোঁয়ার আগেই অনবদ্যভাবে তা তালুবন্দি করে ফেলেন। সেই ক্যাচ দেখে বিশেষজ্ঞ থেকে নেটিজেন সকলেই হতবাক। অনেকেই কিন্তু মনে করছেন মরশুমের সেরা হওয়ার দাবি রাখে এই ক্যাচটি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ম্যাচের আগে কোহলিকে টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন অশ্বিন, কী লিখেছিলেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)