Virat Kohli: শতরান হাঁকিয়েও রাজস্থান রয়্যালসের ট্রোলের শিকার বিরাট কোহলি?
RR vs RCB: আরসিবি বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে বিরাট কোহলি যুগ্মভাবে আইপিএলের মন্থরতম শতরান হাঁকান।
জয়পুর: আইপিএলের (IPL 2024) ১৭তম সংস্করণে বাকি ১৬ মরশুমের মতো খানিকটা একই ছবি ধরা পড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্ষেত্রে। দলের তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) দুরন্ত ফর্মে। এখনও টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক তিনিই। তবে পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তাঁর দল। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও (RR vs RCB) একই ছবি ধরা পড়ল।
রাজস্থানের বিরুদ্ধে জয়পুরে আইপিএল কেরিয়ারের অষ্টম শতরান হাঁকান বিরাট কোহলি। ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। আইপিএলের মঞ্চে এতগুলি শতরান হাঁকানোর রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই। তবে শনিবার কোহলির শতরান আসে ৬৭ বলে, যা যুগ্মভাবে আইপিএল ইতিহাসের মন্থরতম শতরান। এরপরেই ইনিংসের মাঝপথে রাজস্থান রয়্যালসের একটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। সেই পোস্টে লেখা হয়, 'যেই পিচে দুশোর অধিক রান উঠার সম্ভাবনা ছিল, সেখানে ১৮৪ রানের লক্ষ্যটা কিন্তু বেশ ভালই মনে হচ্ছে।'
184 sounds good on a day when 200+ was possible 👍 pic.twitter.com/Cm47TNbN7Q
— Rajasthan Royals (@rajasthanroyals) April 6, 2024
কোনও জায়গায় কোহলির নাম উল্লেখ না থাকলেও অনেকেই মনে করছেন যে এই পোস্টটি বিরাট কোহলির ইনিংসকে খোঁচা দিয়েই করা হয়েছে। শেষমেশ ম্যাচ জিততেও রাজস্থানের কিন্তু খুব একটা কসরত করতে হয়নি। পাঁচ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। কোহলির শতরানের জবাবে অপরাজিত শতরান হাঁকান জস বাটলারও। সঞ্জু স্যামসন খেলেন ৬৯ রানের ইনিংস।
এই জয়ের সুবাদে রাজস্থানের অপরাজিত থাকার দৌড় অব্যাহত রইল। চার ম্যাচে চারটি জয়ের সুবাদে লিগ তালিকায় আপাতত সবার উপরে রয়েছে রাজস্থান। কোহলি অষ্টম শতরান হাঁকালেও, এই রাতে বাটলার নিজের ষষ্ঠ শতরান হাঁকান। ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক আইপিএল শতরান হাঁকানোর তালিকায় ইংরেজ তারকা আপাতত দ্বিতীয় স্থানে। সামনে কেবল কোহলি। অপরদিকে, দল হারলেও পাঁচ ম্যাচে ১০৫.৩৩ গড়ে ও ১৪৬.২৯ গড়ে কোহলি ইতিমধ্যেই ৩১৬ রান করে ফেলেছেন। তবে দলের টপ অর্ডারের বাকিরা কেউই ফর্মে নেই। আরসিবিকে জয়ের সরণিতে ফিরতে কিন্তু বাকিদেরও ফর্মে ফেরা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হাতিয়ার ময়ঙ্ক, গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে প্রথম জয়ের আশায় লখনউ সুপার জায়ান্টস