IPL 2022: বাবাকে আবেগঘন পোস্টে জন্মদিনের শুভেচ্ছাবার্তা অর্জুনের
IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মেন্টর সচিন তেন্ডুলকর। অন্যদিকে নিলাম থেকে অর্জুন তেন্ডুলকরকে দলে এবার নিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতদের ডাগ আউটেই পাশাপাশি সচিন-অর্জুন।
মুম্বই: বাবার দেখানো পথেই ক্রিকেটকে বেছে নিয়েছেন কেরিয়ার হিসেবে। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খুব সীমিত সুযোগ মিলেছে। আইপিএলে যদিও নামার সুযোগ পাননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে ড্রেসিংরুমে বাবার পাশে বসছেন। দেশ বিদেশের বড় বড় ক্রিকেটারদের সংস্পর্শে এসেছেন। অভিজ্ঞতা সঞ্চয় করছেন। এবার বাবার জন্মদিনে তাঁর উদ্দেশে আবেগঘন শুভেচ্ছাবার্তা পোস্ট করলেন অর্জুন তেন্ডুলকর।
অর্জুনের শুভেচ্ছাবার্তা
বাবার জন্মদিনে তাঁর উদ্দেশে অর্জুন লিখেছেন, ''তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দারুণভাবে উপভোগ করো দিনটা। সারাটা জীবন ধরে আমার জন্য তুমি যা করেছ, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তোমাকে।'' মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় সচিনকে শুভেচ্ছা জানানো হয়েছে।
"He inspired all of 🇮🇳 to watch cricket." 💙
— Mumbai Indians (@mipaltan) April 24, 2022
The boys wish & share their experience of meeting 𝗦𝗮𝗰𝗵𝗶𝗻 for the first time on his special day 🥳 pic.twitter.com/JQ9wquIPZW
সচিনের আজ জন্মদিন
নব্বইয়ের দশকের শুরুতে তিনি যখন ভারতীয় ক্রিকেটের নিয়মিত সদস্য হতে শুরু করেছেন, তখনও পর্যন্ত কেউ জানত না যে এই পুঁচকে ছেলেটাই একদিন বিশ্ব ক্রিকেটকে শাসন করবে তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে। মাত্র ষোলোতে অভিষেক, সতেরােতে প্রথম সেঞুরি, এরপর টানা ২৪ বছর। ২২ গজে একচ্ছত্র আধিপত্য। ঝুলিতে একশোর বেশি সেঞুরি, দুশো টেস্ট ম্যাচ, চৌত্রিশ হাজারের ওপর রান। তিনি অবসর নিয়েছে আজ থেকে প্রায় ১০ বছর আগে। কিন্তু এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকর ভারত তথা বিশ্ব ক্রিকেটেও অন্যতম প্রাসঙ্গিক নাম। আজ পঞ্চাশে পা দিলেন কিংবদন্তি এই ব্যাটার। আইপিএল চলায় এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে দলের সঙ্গেই রয়েছেন তিনি।
আরো পড়ুন: একী কাণ্ড! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সচিন?